সাক্ষাৎকার

ইউটিউবের জন্য নাটক তৈরি হচ্ছে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীম জামান। অভিনয়ের পাশাপাশি এখন পরিচালনা নিয়েই বেশি ব্যস্ত। অভিনয় ও সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গে...

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শামীম জামান
লাইট-ক্যামেরায়... এখন ঢাকার বাইরে পূবাইলে 'চাটাম ঘর' ধারাবাহিক নাটকের শুটিং করছি। নাটকটি পরিচালনার পাশাপাশি নিজেও অভিনয় করছি। বাংলাভিশনে প্রচার চলতি এ নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ। প্রচারে আসার পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। 'চাটাম ঘর' ... সমাজের অনেক মানুষ কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। তাদের গল্প করার জন্য নদীর ধারে একটি ঘর তৈরি করা হয়। এই চাটাম ঘরকে নিয়েই নাটকের গল্প। নাটকটি হাস্যরসাত্মক হলেও মেসেজ আছে। অভিনয় করেছেন-মোশাররফ করিম, জুঁই করিম, নাদিয়া আহমেদ, তারেক স্বপনসহ অনেকে। ঈদের নাটক... এখনতো অভিনয় ও পরিচালনা দুটোই করছি। আসলে আগে থেকেই পরিচালনার ইচ্ছে ছিল। পরিচালনা করতে ভালো লাগছে। পরিচালিত নাটক থেকে সাড়াও পাচ্ছি ভালো। এবারের ঈদেও কয়েকটি নাটক পরিচালনার পাশাপাশি অভিনয় করব। ঈদের কাজ এখনো শুরু করিনি। চ্যানেল ঠিকও হয়ে আছে। আগামী মাস থেকেই ঈদের নাটকগুলোর শুটিং শুরু করব। এরমধ্যে চুটকি ভান্ডার, ঘাওড়া মজিদ পর্বগুলোও থাকবে। নাটকের পরিবেশ... আমার মনে হয় টেলিভিশন নাটকের অবস্থা এখন ভালোর দিকে যাচ্ছে। অনেক ভালো ভালো নাটক নির্মাণ হচ্ছে। ইউটিউবের কারণে নির্মাতারা এখন নিজের মতো করে নাটক তৈরি করছেন। দর্শকের পছন্দের ভিন্নতানুযায়ী সিরিয়াস ও কমেডি নাটক তৈরি হচ্ছে এবং তা প্রচার হচ্ছে। টেলিভিশন চ্যানেলনির্ভর নাটক নির্মাণ করতে গিয়ে পরিচালকদের অনেক সীমাবদ্ধের মধ্যে থাকতে হয়। চাইলেও অনেক কিছু করতে পারেন না। কিন্তু এখন সে সময়টা মনে হয় নেই। ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। চলচ্চিত্র... চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেছি অনেক আগে। এজন্য নিজেকে গুছিয়েও নিয়েছি। গল্প ও চিত্রনাট্যও প্রস্তুত করে রেখেছি কিন্তু এখন তা প্রকাশ করতে চাইছি না। প্রযোজক না হলে তো চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়, তাই ভালো একজন প্রযোজক খুঁজছি। কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও আছে।