ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চ্যালেঞ্জার নারীদের নিয়ে এটিএন বাংলায় আজ বিকাল ৫.৩০টায় প্রচার হবে 'থ্রি-সিক্সটি ডিগ্রি দ্য চ্যালেঞ্জার'। ফেরদৌসী আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন কুইন রহমান আরটিভিতে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন'। রচনা ও পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর। অভিনয়ও করেছেন বাবর, এ্যানি খান, মৌসুমী নাগ, ফারুক আহমেদ, তারেক স্বপন, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুল হক মিনু, লিজা খানম, এস এম কামরুল বাহার প্রমুখ দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'নিউইয়র্ক থেকে বলছি'। নাটকটি রচনা করেছেন রূপান্তর এবং পরিচালনা করেছেন রহমত উলস্নাহ তুহিন বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'রসের হাঁড়ি'। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, নাজিরা মৌ, সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোর্শেদ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম. হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'নানা রঙের মানুষ'। নাটকটি রচনা করছেন আহসান আলমগীর ও পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করেছেন নাদিয়া, নীলয়, শ্যামল মাওলা, অর্ষা, সম্রাট, তানভীর, তানিয়া সুলতানা স্নেহা, শবনম পারভীনসহ আরো অনেকে মাছরাঙা টেলিভিশনে সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯ টায় প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত মার্কিন টিভি সিরিজ 'হারকিউলিস'