কলকাতায় সাউন্ড ডিজাইনের কমর্শালা

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও ঢাকার ভারমিলিয়ন ইনস্টিটিউট যৌথ উদ্যোগে তরুণ নিমার্তাদের জন্য একটি কমর্শালার আয়োজন করেছে। আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট কলকাতায় হবে সাউন্ড রেকডির্ং ও ডিজাইনের ওপর এ কমর্শালা। এতে সংগীত ও আবহ সংগীত বিষয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সাউন্ড বিভাগের অধ্যাপক দেবাশীষ ঘোষাল, সাউন্ড ডিজাইন বিষয়ে সহযোগী অধ্যাপক পঙ্কজ শীল ও লোকেশন সাউন্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন সহযোগী অধ্যাপক আবদুল রাজ্জাক। কমর্শালাটি সমন্বয় করছেন ভারমিলিয়ন ইনস্টিটিউটের নিবার্হী পরিচালক আবীর শ্রেষ্ঠ। কলকাতার আগে ২০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আরও একটি প্রশিক্ষণ পবর্ অনুষ্ঠিত হবে। মূলত সেখান থেকে বাছাইকৃত ২০ প্রাথীর্ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য মূল কমর্শালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে ভারমিলিয়ন ইনস্টিটিউটের নিবার্হী পরিচালক আবীর শ্রেষ্ঠ বলেন, ?‘রেডিও-টেলিভিশন-চলচ্চিত্র সব মাধ্যমেই শব্দ এক গুরুত্বপূণর্ ও অপরিহাযর্ অংশ। একজন সাউন্ড ডিজাইনার যেটা করেন তা হলো- হিউম্যান ভয়েজ, মিউজিক, সাইকোলজি, অ্যাকুস্টিকস ও ড্রামা ইত্যাদি বিষয়ের দিকে নজর দিয়ে একটি ‘অকের্স্ট্রা’ তৈরি। আমরা সে বিষয়ে দক্ষ করতেই এ কমর্শালার আয়োজন করেছি।’ জানালেন, এতে অংশ নিতে হলে নিবন্ধন ও আবেদনপত্র প্রাপ্তিস্থানটি হচ্ছেÑ রাজধানীর এলিফেন্ট রোডের বাটা সিগন্যালের পাশে টি-শাটর্ মিউজিয়াম (২১৮, এলিফেন্ট রোড)।