‘ভাইজান’ আসবেন ২৭ জুলাই

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
শাকিব খান
বাংলাদেশের প্রেক্ষাগৃহে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ২০ জুলাই শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ না পাওয়ায় ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। ২৭ জুলাই নতুন তারিখ নিধার্রণ হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের কণর্ধার অশোক ধানুকা জানান, তারা গত ঈদে বাংলাদেশে ছবিটি মুক্তি দেয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তবে ঈদের পর বাংলাদশে সেন্সর হওয়ার পর ২০ জুলাই ছবিটি মুক্তির তারিখ চ‚ড়ান্ত করেছিলেন। কিন্তু কিছু কারণে ২০ জুলাই ছবিটি আর মুক্তি পাচ্ছে না। ছবিটি নিমার্ণ করেছেন জয়দীপ মুখাজির্। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। শাকিব খান, শ্রাবন্তী, পায়েল ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন মনিরা মিঠু ও দীপা খন্দকার। এ ছাড়াও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, শান্তিলাল মুখাজির্, সুপ্রিয় দত্ত প্রমুখ। গত মাচের্ কলকাতায় এই ছবির শুটিং শুরু হয়। এরপর একটানা শুটিং হয় লন্ডনে। গত ঈদে কলকাতায় ছবিটি মুক্তি পায়। গত ঈদে শাকিব খান অভিনীত ‘ভাইজান’ বাংলাদেশে মুক্তির জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সব ধরনের চেষ্টাই করেছিল। কিন্তু আদালতের নিদের্শনা ‘উৎসবে ভারতীয় ছবি মুক্তি নয়’ থাকার কারণে তখন আর মুক্তি পায়নি।