নাটকে ফিরলেন ফারুকী

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মোস্তফা সরয়ার ফারুকী
জনপ্রিয় নিমার্তা মোস্তফা সরয়ার ফারুকী সবের্শষ টেলিভিশনের জন্য নাটক নিমার্ণ করেছিলেন ২০১০ সালে। আট বছর পর টেলিফিল্মের মধ্য দিয়ে এই ঘরানার নিমাের্ণ ফিরছেন তিনি। ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ ¯েøাগানকে প্রতিপাদ্য ধরে দুটি টেলিফিল্ম নিমার্ণ করবেন তিনি। আর একই ¯েøাগানে বাকি ছয়টি নিমার্ণ করবেন নয়জন পরিচালক। ভিন্ন ভিন্ন গল্পের এই আটটি নাটক ঈদুল আজহাতে চ্যানেল আইতে প্রচার হবে। ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর কাজগুলোর মধ্যে ফারুকী ‘আয়েশা’ নামের একটি টেলিফিল্ম নিমার্ণ করছেন। এ ছাড়া আরেকটি নাটকও নিমার্ণ করবেন তিনি। বাকি ছয়টির মধ্যে ‘পাতা ঝরার দিন’ নিমার্ণ করবেন রেদওয়ান রনি, ‘সোনালি ডানার চিল’ নিমার্ণ করবেন আশফাক নিপুণ, ‘দ্য আটির্স্ট’ নিমার্ণ করবেন মাহমুদুল ইসলাম, ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’ যৌথভাবে নিমার্ণ করবেন আবদুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খান, ‘আজকে না হয় ভালোবাসো’ যৌথভাবে নিমার্ণ করবেন নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনান এবং ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ নিমার্ণ করবেন মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমি অনেক দিন হয়, টেলিভিশনের জন্য কাজ করি না। চ্যানেল আইয়ের সঙ্গে আমার সম্পকর্টা পারিবারিক, তাদের সঙ্গে বহুদিন পর একসঙ্গে কাজ করছি। আশা করছি, পুনরায় শুরু করা আমাদের যাত্রাটি সফল হবে। জীবনবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যে নাটকগুলো ঈদে চ্যানেল আইয়ের পদার্য় আসছে, সেগুলো দশর্কদের ছুঁয়ে যাবে।’ গত ১৬ জুলাই মোস্তফা সরয়ার ফারুকী এ প্রকল্পে তার ‘আয়েশা’ টেলিফিল্মের শুটিং শুরু করেছেন। আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশা মঙ্গল’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিছবিটি। সেদিন রাজধানীর তেজগঁাওয়ে নাবিস্কোতে শুটিংয়ে অংশ নেন চঞ্চল চৌধুরী আর তিশা। এখন নোয়াখালীর মানিকপুরে শুটিং হচ্ছে। এরপর বাকি অংশের কাজ হবে ঢাকায়।