এ সময়ে ছোটপদার্র প্রিয়মুখ ফারহান আহমেদ জোভান। মাঝে কয়েকটা বছর শুধুই খÐনাটক ও টেলিছবি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে ঈদুল আজহার পর থেকেই আবার একাধিক ধারাবাহিকে অভিনয় শুরু করবেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা হলো তার সঙ্গে

ঈদুল আজহার পর থেকে ধারাবাহিক নাটকও করব

সা ক্ষা ৎ কা র

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ফারহান আহমেদ জোভান
লাইট-ক্যামেরা-অ্যাকশন ... আমি গত বুধবার উত্তরায় একটি টেলিছবির শুটিং করেছি। এর নাম ‘প্যারা-গ্রাফ’। টেলিছবিটি নিদের্শনা দিচ্ছেন মোসাফির রনি। আমার সঙ্গে আরও অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। টেলিছবিতে আমি যে অফিসে চাকরি করি, সেখানকার বস সারাদিন প্যারার মধ্যে রাখে। দিনের পর দিন তার প্যারার গ্রাফটা উপরের দিকে উঠতে থাকে। এজন্য টেলিছবির নাম দেওয়া হয়েছে ‘প্যারা-গ্রাফ’। ঈদের কাজের মধ্যে সেরা ... ঈদের জন্যই তো সবচেয়ে বেশি কাজ করা হয়। এবার ঈদে যে নাটকগুলো প্রচার হয়েছে তার মধ্যে ইমরাউল রাফাতের ‘কাগজের প্লেন’, মুরছালিন শুভর ‘বৃত্তকথন’, জাকারিয়া সৌখিনের ‘সবশেষে’ ও আবু হায়াত মাহমুদের ৬ পবের্র ধারাবাহিক ‘বিএনসিসি’-তে বেশ ভালো সাড়া পেয়েছি। ফের ধারাবাহিকে ... ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু মজার মজার ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। একটা সময় ধারাবাহিকের গল্পের ধারাবাহিকতা খঁুজে পেতাম না। তাই কাজ করে তৃপ্তি পেতাম না। সিদ্ধান্ত নিলাম আর ধারাবাহিক করব না। এতদিন শুধুই খÐনাটক ও টেলিছবি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে প্রায়ই ধারাবাহিকের প্রস্তাব আসত। এবার আর না করতে পারিনি। ঈদুল আজহার পর থেকে ধারাবাহিক নাটকও করব। এরই মধ্যে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকে কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এটি খুবই মজার একটি গল্প। আমি, তৌসিফ আর ফারুক আহমেদ তিনজন ব্যাচেলর থাকব। আমাদের চরিত্র নিয়েই ঘটতে থাকবে মজার ঘটনা। ধারাবাহিকটি চ্যানেল আইয়ে প্রচার হবে। নেপালে পঁাচ নাটক নেপালে গিয়ে এবার একসঙ্গে পঁাচটি খÐনাটকের কাজ করে এসেছি। এরমধ্যে তিনটি নিদের্শনা দিয়েছেন অঞ্জন আইচ, বাকি দুটি দীপু হাজরার। এগুলোতে আমার সহশিল্পী ছিলেন অপণার্ ঘোষ, এফএস নাঈম, শবনম ফারিয়া, আজমেরী আশা প্রমুখ। সবগুলো নাটকের নাম মনে নেই। এই মুহূতের্ মনে পড়ছে ‘ইতি কুহক’ ও ‘ভালোবাসার খেঁাজে’ নাটক দুটি। বিজ্ঞাপনে অনিয়মিত ... বিজ্ঞাপন দিয়েই আমি অনেকের কাছে পরিচিতি পাই। ক্যারিয়ারের শুরুতে অনেক বিজ্ঞাপন করেছি। এরপর নাটক শুরু করি। তখন খÐনাটক, ধারাবাহিক সবই করতাম। ফলে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় মডেলিংয়ে খুব একটা সময় দিতে পারতাম না। তাছাড়া বিজ্ঞাপনে নতুন মুখ নিয়ে বেশি কাজ হয়। চলচ্চিত্রে ... আমি বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। কিন্তু বড়পদার্ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।