ছোটপদার্য় ব্যস্ত মৌসুমী

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মৌসুমী
চলচ্চিত্রের প্রিয়দশির্নী অভিনেত্রী মৌসুমী। তবে ঈদ বা বিশেষ দিবসের নাটকে তাকে প্রায়ই দেখা যায়। ব্যতিক্রম হয়েছে গেল ঈদুল ফিতরে। কারণ তাকে কোনো নাটক বা টেলিছবিতে দেখা যায়নি। তবে সামনের ঈদে দশর্কদের নিরাশ করতে চান না। তাই এরমধ্যে তিনি একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। শ্রাবণ চক্রবতীর্ দিপুর রচনায় ও নিদের্শনায় ‘কঁাদে মন কঁাদে ভালোবাসা’ টেলিফিল্মে মৌসুমীকে দেখা যাবে। এই টেলিফিল্মে দীঘির্দন পর একসঙ্গে অভিনয় করছেন তৌকীর আহমেদ ও মৌসুমী। গেল ১১ থেকে ১৩ জুলাই টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে। গল্পে দেখা যাবেÑ বষার্ ধনী বাবার একমাত্র মেয়ে। ভালোবেসে বিয়ে করে সাধারণ এক ছেলে অপুকে। কিন্তু অপুকে বিয়ে করার কারণে বাবার বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে আসতে হয় বষাের্ক। সংসার জীবনে পথ চলতে চলতে একসময় অপু বষাের্ক এড়িয়ে চলতে শুরু করে। বষার্র জীবন থেকে অপু নিজেকে চিরদিনের জন্য সরিয়ে নিতে চায়। কিন্তু শেষ পযর্ন্ত কী হয় তা দেখতে চোখ রাখতে হবে টিভি পদার্য়। মৌসুমী বলেন, ‘তৌকীর ভাই একজন গুণী অভিনেতা ও নিমার্তার পাশাপাশি ভালো মনের মানুষ। সহশিল্পীকে যথেষ্ট সম্মান দিয়ে কাজ করেন। যে কারণে তার প্রতি অনেক শ্রদ্ধা নিয়েই কাজটা করার চেষ্টা করি। গল্পটিই মূলত আমাকে এই টেলিফিল্মে কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। আশা করছি দশের্করও ভালো লাগবে।’ পরিচালক দিপু জানান, আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে ‘কঁাদে মন কঁাদে ভালোবাসা’ প্রচার হবে। এবারের ঈদে আরও দুটি নাটক-টেলিছবিতে অভিনয় করার কথা রয়েছে মৌসুমীর। দু-একদিনের মধ্যে ‘নোলক’ ছবির বাকি অংশের শুটিং করতে কলকাতা যাবেন মৌসুমী। সেখানে শুটিংয়ে অংশ নেবেন তার স্বামী ওমর সানী শাকিব খান। মৌসুমী বলেন, ‘গল্পের প্রয়োজনে এখন আমরা তিন-চারদিন কলকাতায় শুটিং করব। এই চলচ্চিত্রে আমি ও সানী দুজনই আইনজীবীর চরিত্রে অভিনয় করছি। গল্পটার মধ্যে দশের্কর ভালোলাগার মতো অনেক কিছুই আছে। যে কারণে আমরা সবাই মনোযোগ দিয়ে কাজটি করছি।’ মৌসুমী অভিনীত ও একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ ছবিটি ঈদের পর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। গেল ঈদে মৌসুমী অভিনীত উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ওমর সানী, শাকিব খান, বুবলী।