ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাভিশনে আজ ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩'। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ এটিএন বাংলায় আজ রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'মেঘে ঢাকা শহর'। রচনা রুদ্র মাহফুজ, পরিচালনা সাখাওয়াৎ হেসেন মানিক। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, ড. এনামুল হক, শম্পা রেজা, অপূর্ব, উর্মিলা, সাজু খাদেম, নাঈম, তানিয়া হোসাইন, লুঃফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, বাঁধন, ডা. এজাজ প্রমুখ বাংলাভিশনে আজ রাত ৯টা ৫ মিনিট প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'চাটাম ঘর'। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ এবং পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, নাদিয়া, মামুনুর রশীদ, আখম হাসান প্রমুখ বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ছায়াবিবি'। সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, লুৎফর রহমান জর্জ, আ খ ম হাসান, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ প্রমুখ ১৩ ফেব্রম্নয়ারি এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রম্নয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে 'দেবী'। ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস, প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ আরটিভিতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'চিটিং মাস্টার'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আ খ ম হাসান, নাদিয়া নদী, আরফান আহমেদ, প্রাণ রায়, এ্যানি খান, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু প্রমুখ