নতুন বছরে নতুন সাজে জান্নাতুল সুমাইয়া হিমি

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ছোটপর্দায় দর্শক পছন্দের অন্যতম এ প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গেল বছর বেশ কিছু হিট নাটক উপহার দেওয়ায় তার চাহিদা এখন তুঙ্গে। নতুন বছরের শুরু থেকেই বেশ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। বেশ অল্প সময়ের মধ্যে ছোটপর্দায় দর্শকপ্রিয়তা পেয়ে গেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। বিশেষ করে জীবনমুখী চরিত্রগুলোতে তার সুনিপুণ অভিনয় দর্শককে বেশ ভালোভাবে আকৃষ্ট করেছে। বর্তমানে তিনি ছোটপর্দায় ব্যস্ততম অভিনেত্রী। যে নিলয় আলমগীরের কাজই কমে গিয়েছিল বলতে গেলে সেই প্রায় বেকার নিলয়ের সঙ্গেই একের পর এক অভিনয় করে তিনি নিজে যেমন দর্শকের নজরে পড়ে গেছেন পাশাপাশি নিলয়ও যেন তার প্রায় কাজহীনতার চাপ সামলে উঠলেন। এখন এ দুজনের নাটক ইউটিউবে দেখতে ঘন ঘন ঢুঁ মারছে। নিজের কাজ সম্পর্কে বলতে গিয়ে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, এখন আমি মূলত এক ঘণ্টার নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। এর ফাঁকে টিভিসি ও ওভিসির কাজ করছি। প্রায় সব নাটকেই তার বিপরীতে নিলয় আলমগীরকেই কেন দেখা যায় এমন কথায় হিমি বলেন. এটা ঠিক যে অধিকাংশ নাটকেই আমার বিপরীতে থাকেন নিলয় তবে তিনি ছাড়ায় আরও অনেকের সঙ্গেই তো আমাকে দেখা যায়। মোশাররফ করিম ভাই, অপূর্ব ভাইয়ের সঙ্গেও কাজ করেছি। তবে ইদানীং নিলয়ের সঙ্গেই আমাকে দেখা যাচ্ছে। তবে সম্প্রতি যে হারে হিমির নাটক টিভিতে প্রচার পাচ্ছিল তাতে করে প্রতি বছর বিজয় দিবসকে কেন্দ্র করে যেমন প্রচুর নাটক প্রচারিত হয়ে থাকে সে ক্ষেত্রে হিমির এবার বিজয় দিবসের নাটকে থাকাটাই স্বাভাবিক ছিল। কিন্তু দেখা গেল এবার তাকে বিজয় দিবসের নাটকে খুঁজেই পাওয়া গেল না। এ সম্পর্কে প্রশ্ন করা হলে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, 'না, এবার বিজয় দিবসের জন্য আমার কোনো কাজ করা হয়নি। তবে গতবার দুটি বেসরকারি টিভি চ্যানেলে বিজয় দিবসের দুটি নাটক প্রচার হয়েছিল আমার। দেশের বাইরের কাজ থাকায় বিজয় দিবসের নাটক নিয়ে যেমন প্রস্তুতি থাকা দরকার সেটা সম্ভব হয়নি। তাই করা হয়নি।' অন্যসব সাধারণ নাটকের চেয়ে বিজয় দিবসের নাটকের প্রস্তুতি কেন বিশেষ এমন কথায় হিমি বলেন, 'আসলে এই নাটকগুলোর প্রস্তুতিটা অন্যগুলোর থেকে বেশি নিতে হয়। কস্টিউম, ওই সময়কাল ধরার চেষ্টা, কোন চরিত্রে অভিনয় করছি- সব মিলিয়ে বিজয় দিবস হোক আর অন্য কোনো বিশেষ দিবসের নাটকই হোক- এসব বিশেষ দিবসের নাটকের কাজে প্রস্তুতিটা আলাদাভাবে বেশি নিতে হয়। পরিশ্রম, মনোযোগ বেশি দিতে হয়। কারণ আমরা সচরাচর যে সমস্ত কাজ করি তার চেয়ে এই নাটকগুলোর পটভূমিটা ভিন্ন থাকে। তবে এই নাটকগুলোতে কাজ করতে পেরে অবশ্যই একটা ভালো লাগা কাজ করে।' গেল বছর এবং নতুন বছর সম্পর্কে বলতে গিয়ে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ফেলে আসা বছরটা আমার খুব ভালো কেটেছে। ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে বছরটা। দর্শকেরও প্রচুর ভালোবাসা পেয়েছি। এটা ছিল আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট। বিদায়ী বছরটি আমার ক্যারিয়ারে যেভাবে ধরা দিয়েছে সেটা না হলে হয়তো আজকে আমাকে এই প্রফেশনেই দেখা যেত না। আমি একটা ভিন্ন চিন্তা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। পরিকল্পনা ছিল বিবিএ শেষ করে দেশের বাইরে চলে যাব মাস্টার্স করতে। কিন্তু যখন দেখলাম কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, দর্শকের সাড়া পাচ্ছি, আমারও ভালো লাগছে তখন আগের পরিকল্পনাগুলো বাদ দিতে হয়েছে। গত বছরের সাফল্যের কারণেই এ বছর নিজের জন্য আগামী জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছি।' বলা হচ্ছে ছোটপর্দায় যারা তারকা শিল্পী ছিলেন তারা প্রায় সবাই একে একে ওটিটি বা ওয়েবসিরিজে ঝুঁকে পড়লে ছোটপর্দার ফাঁকা ময়দানে এখন এমন অনেকেই চুটিয়ে কাজ করতে পারছেন যারা ওই তারকা শিল্পীরা ছোটপর্দায় থাকার সময় কাজই পেতেন না। অনেকেই প্রায় বেকার থাকতেন। এখন তারাও যেভাবে তারকা শিল্পীদের শূন্যস্থানে ব্যস্ত হওয়ার সুযোগ পাচ্ছেন একসময় কি আবার তারাও ওটিটি বা ওয়েবসিরিজে ঝুঁকবেন? এমন কথায় হিমি বলেন, 'ওয়েব কন্টেন্ট নিয়ে এখনও সেরকম পরিকল্পনা করা হয়নি। আর যারা ওয়েবে কাজ করছেন, তারা অনেকদিন নাটকে কাজ করার পর জায়গা বদলেছেন। আমার এখনও ওই সময় হয়নি। তাছাড়া আমি নাটক এনজয় করছি। আর পরিকল্পনামাফিক কোনো কিছু হয় না আমার। দেখা যাবে হুট করে একদিন করে ফেলেছি। তবে ভালো কাজ তো সবাই করতে চায়। সেরকম কাজের সুযোগ এলে করে ফেলব। জান্নাতুল সুমাইয়া হিমি একসময় সিনেমাতেও কাজ করেছেন। বর্তমানে ঢাকাই সিনেমার ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটে নতুন করে সিনেমায় প্রত্যাবর্তন করা হবে কিনা এমন কথায় তিনি বলেন, 'সিনেমা নিয়ে তেমন কথা হচ্ছে না আমার। তবে যে কয়েকটি কাজ এসেছে সেগুলো তেমন মানসম্মত মনে হয়নি। যেহেতু নাটকে যে কাজ করছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট তাই সিনেমার ক্ষেত্রে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করি। সেরকম সুযোগ এলে ভেবে দেখব।'