সরব অপু

সব কিছু পেছনে ফেলে সরব হয়ে উঠেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে। গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার নাচ দশর্কদের মুগ্ধ করে...

প্রকাশ | ২১ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
অপু বিশ্বাস
সব কিছু পেছনে ফেলে সরব হয়ে উঠেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে। গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার নাচ দশর্কদের মুগ্ধ করে। তবে অপুর মূল ব্যস্ততা চলচ্চিত্রকে ঘিরেই। এখন তার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। ঢালিউডের পাশাপাশি ইতোমধ্যে তিনি অভিনয় করছেন কলকাতার চলচ্চিত্রেও। কলকাতার ‘শটর্কাট’ ছবিতে তিনি নূরজাহান চরিত্রে অভিনয় করছেন। ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্পে এ ছবিটি নিমার্ণ করছেন পরিচালক সুবীর মÐল। এ ছবির শুটিং নিয়ে অপু বলেন, ‘সহঅভিনেতারা ভীষণ পেশাদার। তাদের সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখতে পেরেছি।’ ছবিটি নিয়ে তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক ধারার যে ছবিগুলো হয়, ‘শটর্কাট’ সেগুলো থেকে একদম আলাদা। তাই ধরে ধরে কাজটি করেছি। ‘শটর্কাট’ ছবিতে আমার সহশিল্পী কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবতীর্, অনিন্দিতা বোস, চন্দন সেন ও বাংলাদেশের অরিন।’ দীঘর্ ক্যারিয়ারে কলকাতার ছবিতে অপু এই প্রথম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক ছবিতে অভিনয় করার অফার এসেছিল। কিন্তু করা হয়ে ওঠেনি। কারণ ঢাকায় একটার পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম। এখন পযর্ন্ত ৯৬টা ছবিতে অভিনয় করেছি। আর অপু-শাকিব জুটি তো বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে।’ গেল ঈদে মুক্তি পেয়েছে শাকিব-অপু জুটির ছবি ‘পাঙ্কু জামাই’। ছবিটির মুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘এই ছবি তৈরির মাঝখানেই আমাদের একটা সমস্যা হয়েছিল। তবে ব্যক্তিগত সমস্যা যাই থাকুক না কেন, ছবি কমপ্লিট হওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি।’ এদিকে, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ ছবিতে অভিনয় করছেন অপু। ছবিটির কাজ প্রায় শেষের দিকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। রফিক শিকদারের পরিচালনায় সাইমন সাদিকের সঙ্গে ‘ওপারে চন্দ্রাবতী’ এবং রবিন খানের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ‘কানাগলী’ ছবি দুটিও তার হাতে রয়েছে। শিগগিরই ছবি দুটির শুটিং শুরু হবে। শুটিংয় নিয়ে ব্যস্ত থাকায় ফুরফুরে মেজাজেই আছেন অপু। তিনি বলেন, ‘জীবনে নানারকম অভিজ্ঞতা তো থাকবেই। ভালো-খারাপ, সব নিয়েই একটা মানুষের জীবন। তাই থেমে থাকলে চলবে না।’