রানীর হিচকি এবার রাশিয়ায়

প্রকাশ | ২১ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
বলিউডে এক সময় বেশ বিচরণ করলেও গত কয়েক বছর সিনেমার স্ক্রিনে তেমন একটা দেখা যায়নি তাকে। তবে সিনে জগতে ফিরে এসে ভক্ত-দশর্কদের নিরাশও করেননি তিনি। আর তিনি হলেন অভিনেত্রী রানী মুখাজির্। ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো থাকলেও সন্তান জন্মের পর তাতে কিছুটা ব্যাঘাত ঘটে এই অভিনেত্রীর। যদিও এটা মানতে নারাজ তিনি। আর তার পক্ষে এবার সেই সামথের্্যর জানান দিলেন রানী। এ বছরের ২৩ মাচর্ ভারতে মুক্তি পায় রানী মুখাজির্ অভিনীত ‘হিচকি’। মুক্তির পর থেকেই গোটা ভারতে বেশ ভালো ব্যবসা করেছিল ‘হিচকি’। এই সফলতা শুধু ভারতের ভেতর সীমাবদ্ধ ছিল না। গত ১৬ জুন সাংহাই ফিল্ম ফেস্টিভালে প্রদশির্ত হয়েছে রানী মুখাজির্ অভিনীত ‘হিচকি’। সেখানেও বেশ প্রশংসিত হয়েছে এই সিনেমাটি। আর এবার রাশিয়াতে শিক্ষক দিবসে মুক্তি পাবে ‘হিচকি’। জানা গেছে, এ বছরের ৬ সেপ্টেম্বর রাশিয়ান ভাষায় ডাব করে সেখানে প্রদশির্ত হবে সিনেমাটি। রাশিয়াতে মূলত শিক্ষকদের তাদের শিক্ষকতার প্রতি অনুপ্রাণিত করতেই প্রদশির্ত হবে এই সিনেমা। সিনেমাটিতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যা দেখার পর চিত্রনাট্য এবং রানী মুখাজির্র অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন দশর্করা। এছাড়াও ফিল্ম সমালোচক তরুণ আদশর্সহ অনেকেই রানীর ‘হিচকি’র প্রশংসা করেন।