চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি

অল্প সময়েই তারকা খ্যাতি পেয়েছেন সিয়াম আহমেদ। বুদ্ধিদীপ্ত অভিনয়ে রীতিমতো পর্দা কাঁপাচ্ছেন তিনি। উদীয়মান এই অভিনেতা সম্প্রতি যুক্ত হয়েছেন 'শান' নামের নতুন একটি চলচ্চিত্রে। আছেন আইন পেশার সঙ্গেও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে .

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সিয়াম আহমেদ
.. চলচ্চিত্র উৎসবে নেই ... এবারের চলচ্চিত্র দিবসের আয়োজনের প্রথম দিন যেতে পারিনি। তবে দ্বিতীয় দিন যেতে পারি। একটি দেশের শিল্প- সংস্কৃতির সিংহভাগ জুড়েই থাকে চলচ্চিত্র। অনেক দিন ধরেই নানা কারণে ঝুঁকছে আমাদের এই শিল্পী। সবাই মিলেই পরিশ্রম করে যাচ্ছি চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে। বছরে দু'একটা সিনেমা ভালোও হচ্ছে। সামনে এর সংখ্যা আরো বাড়বে। দর্শকদের উচিত হলমুখী হওয়া। তাহলে আমাদের শ্রম সার্থক হবে। আইন পেশায় ... সম্প্রতি একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। আগেই আইন পেশায় আসার ইচ্ছা ছিল। পড়াশোনাও করেছি আইন নিয়ে। কিন্তু টিভি নাটক ও চলচ্চিত্রে সময় দিতে গিয়ে এ দিকে মনোযোগী হতে পারিনি। মজার বিষয় হচ্ছে, অফিসের সবাই আমাকে আলাদাভাবে কদর করে। কাজের ক্ষেত্রেও সবার সহযোগিতা পাই। এর চেয়েও বড় বিষয় হচ্ছে অফিসে ঢুকতে ও বের হতে আমার ছবির পোস্টার দেখি। ভালো লাগে। তখন নতুন কাজ করার অনুপ্রেরণা পাই। চ্যালেঞ্জিং ... পোড়ামন-২ এর সঙ্গে দহন যেমন মিলবে না তেমনি এ দুটোর সঙ্গে ফাগুন হাওয়াও মিলবে না। প্রথমেই বলেছি, কাজের মধ্যে নতুনত্ব না থাকলে আমি করি না। তাই আমার তিনটি কাজ তিন রকমের। চলচ্চিত্রে নতুন বলে একটা ভয় ছিল, দর্শক আমাকে কীভাবে গ্রহণ করবে। তবে প্রথম সিনেমা মুক্তির পর যে পরিমাণ দর্শক সাড়া পেয়েছি তা কল্পনাতীত। তবে ফাগুন হাওয়ার প্রতি আলাদা টান আছে। এছাড়াও তৌকীর ভাইয়ের মতো গুণী একজন মানুষের পরিচালনায় কাজ করাটাও সৌভাগ্যের। তার চলচ্চিত্রের উপস্থাপনা বিশ্বমানের। যদিও পোড়ামন-২ আর দহনের মতো সিনেমার পরে ফাগুন হাওয়া করা কঠিন ছিল। আবার ভাষা আন্দোলনের ওপর নির্মিত ছবিতে কাজ করার সুযোগও হারাতে চাইনি। সবশেষে করেই ফেললাম। আমি চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি।