সুইফটের বিড়ালের দাম হাজার কোটি টাকা

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
এই মুহূর্তে বিশ্বসঙ্গীতের সবচেয়ে বড় মেয়ে তারকা কে? হুট করে ওঠা এমন প্রশ্নে এক-দুই দশকের আগের শ্রোতারা হয়তো ভাববেন ম্যাডোনার কথা। কিংবা লেডি গ্যাগা, শাকিরা কিংবা ব্রিটনির কথা। কিন্তু না, শোবিজের তারকামূল্য এভাবেও হয় না। শোবিজে আজকে যার বয়স একেবারে টাটকা ও সতেজ, পেশিতে পড়েনি বয়সের টান তারাই সবকিছু আলো করে থাকেন। কিন্তু তারকামূল্য যতই হোক, একজন তারকার ক্যারিয়ার দুই দশক পেরোবার আগেই তিনি ছিটকে পড়েন। কারণ তার জায়গায় ততোদিনে পায়ের তলার মঞ্চ কাঁপাচ্ছেন হয়তো নতুন একজন। যিনি এখনো রয়ে গেছেন টিএজের কাতারেই হয়তো। হঁ্যা, টেইলর আলিশন সুইফটের কথাই বলছি। বিখ্যাত আমেরিকান এই গায়িকা প্রায়ই খবরের শিরোনাম হন তার গান ও ব্যক্তিগত অর্জনের জন্য। তবে এবার আর গান নয়, তিনি শিরোনামে এসেছেন তার বিড়ালের জন্য। কিছুদিন আগেই মার্কিন মুলুকের 'গ্র্যামি অ্যাওয়ার্ড' একচেটিয়া করে নেওয়া এ শিল্পী বর্তমানে সঙ্গীতের তারকামূল্যে শুধু এক নম্বর তা-ই নয় বর্তমানে তিনি এমন বিলাসী জীবন-যাপন করছেন যে তার একটি বিড়ালের দামের কথা জানলে যে কাওই চোখই কপাল ঠেলে আরও ওপরে উঠে যাবে!