বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্যাম বেনেগালের বৈঠক

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেনেগাল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি হবে চলচ্চিত্র। আর তা নিয়ে আলোচনা করার জন্য গত সোমবার চারদিনের সফরে ঢাকায় আসেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বেনেগাল। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই সময় গণভবনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস এবং অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আলমগীর। এর আগে বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্যাম বেনেগাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার শুরুতে তথ্যমন্ত্রী এবং শ্যাম বেনেগাল চলচ্চিত্র নির্মাণ কাজ নিয়ে প্রাথমিক কিছু ধারণা দেন। তবে বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। বঙ্গবন্ধুর চরিত্র হবে বাংলাদেশ থেকে। যিনি অবশ্যই তার মতো জুতসই হবেন। সেই ব্যক্তি প্রয়োজন যিনি উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন হবেন, তার বাচনভঙ্গিও হবে তার মতো। এটা নির্ধারণ করা খুব সহজ বিষয় নয়। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল জানান, যৌথ প্রযোজনার হলেও সিনেমার পুরো চিত্রায়ন হবে বাংলাদেশে। আমি আশা করি দু'দেশের সবাই নিষ্ঠার সঙ্গে কাজটি করবেন। আশা করি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শেষ নাগাদ ও ২০২১ সালের স্বাধীনতার ৫০ বছরপূর্তির মধ্যেই সিনেমাটির নির্মাণ শেষ হবে। সিনেমার মূল ভার্সন হবে বাংলায়। এ ছাড়াও অন্য সাবটাইটেল থাকবে। তথ্যমন্ত্রী বলেন, আমাদের মুজিববর্ষ শুরু হবে আগামী বছরের ১৭ মার্চ, চলবে এক বছর। একুশ' সালে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি। স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি নাগাদ এবং মুজিব বর্ষের শেষ নাগাদ ছবির কাজ শেষ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। উলেস্নখ্য, ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তথ্য চিত্র নির্মাণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক কমিটিতে বাংলাদেশ পক্ষের নেতৃত্বে রয়েছেন।