সাক্ষাৎকার

ঈদ-বৈশাখে চমক নিয়ে আসছি

ছোট পর্দার প্রিয় মুখ সাবিলা নূর। মডেলিং ও টিভি বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় পথ চলা শুরু। 'মাংকি বিজনেস' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন উদীয়মান এই অভিনেত্রী। নিজের ঢঙেই মাঝে মাঝে দেখা মেলে উপস্থাপনায়। কাজ করছেন ওয়েব সিরিজেও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাবিলা নূর
ঈদ-বৈশাখে... ঈদ আর বৈশাখ, দুই উৎসবকে সামনে রেখেইে নাটকে কাজ করছি। বৈশাখ উপলক্ষে কয়েকটি ফটোশুট করেছি। 'ট্রেইলার', 'পুরানো দিনের গল্প', 'ইলেক্ট্রিক্যাল কেমিস্ট্রি'সহ বেশ কিছু নাটকের কাজ কেবল শেষ হলো। এসব নাটকে আমার সঙ্গে অভিনয় করেছে আফরান নিশো, তৌসিফ মাহবুব ও ইফরান সাজ্জাদ। সব মিলিয়ে বৈশাখ ও ঈদে দর্শকদের জন্য চমক নিয়েই আসছি। \হ হঠাৎ ভূতের চরিত্রে... আমি ভূত খুবই ভয় পাই (হাসি)। তার পরেও গল্পের মধ্যে নতুনত্ব ছিল, তাই কাজটি করেছি। 'দ্যা নক' শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির জন্য পুরো ইউনিট মিলে গাজীপুরে গিয়েছিলাম। সেখানেই পুরনো একটি জমিদার বাড়িতে হয়েছিল ভৌতিক শুটিং। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানে কোনো গ্রাফিক্স ছিল না। ভূতের চরিত্রটিকে কেবল অভিনয় দিয়েই উপস্থাপন করতে হয়েছে। কিছুটা কঠিন ছিল। তবে কাজটি করে মজা পেয়েছি। দর্শকরাও পেয়েছেন নতুন সাবলা ভূত! ওয়েব সিরিজ প্রসঙ্গে... টিভি নাটকের তুলনায় ওয়েব সিরিজের বাজেট বেশি। কাজ করেও আরাম পাওয়া যায়। এখানে টেলিভিশনের মতো সেন্সরশিপের জুট ঝামেলা নেই। তাই গল্পটাকে ঠিকঠাকভাবেই উপস্থাপন করা যায়। আর 'ওয়েডিং বেল' ওয়েব সিরিজে অভিনয় করেছি এর গল্পের জন্য। গল্পটা খুবই সাদামাটা, তবে উপস্থাপনাটা জমপেশ। পুরো সিরিজের কাজ হয়েছিল একটি বিয়ের বাড়িতে। চলচ্চিত্রে নেই... অন্য সবার মতো আমারও চলচ্চিত্রে কাজের ইচ্ছে আছে। তবে নাটকের শিডিউলের জন্য করতে পারিনি। ভালো ভালো চিত্রনাট্য পেয়েছিলাম চলচ্চিত্রের জন্য। কোনোটার সঙ্গেই ব্যাটে-বলে মিলেনি। ক্লাস, নাটক ও ফটোশুটের মাঝে চলচ্চিত্রের জন্য লম্বা সময় বের করা আমার জন্য কিছুটা কঠিন। তাই শিগগিরই চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। বড় পর্দায় অভিষেক হলে সবাইকে জানাব।