সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অবশেষে ইরফান-তিশা বিনোদন রিপোর্ট আগেও জুটি বেঁধে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এবার 'অবশেষে' একক নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এ জুটিকে। রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক নাজমুল রনি। নাটকের গল্প প্রসঙ্গে এ নির্মাতা জানান, বউ সেজে বাসর ঘরে বসে আছেন মিথিলা। এমন সময় সায়র এসে তাকে এমন কিছু কথা বলে যার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিথিলা। পরিস্থিতি এমন যেন তাদের বিয়েই হয়নি। সায়র সকালে উঠে অফিসে চলে যায়। অফিস থেকে ফিরে রাতে আলাদা ঘরে সময় কাটায় সায়র। মিথিলা চুপচাপ সবকিছু সহ্য করে যেতে থাকে। একদিন সায়রের ঘরে উঁকি দিয়ে থমকে যায় মিথিলা। তার পরের গল্প জানতে নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এই পরিচালক। সায়র-মিথিলা দম্পতির চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম আলী, সোহানী ইশরাত, পিয়াসা প্রমুখ। আজ রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। টরেন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'জন্মভূমি' বিনোদন রিপোর্ট টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়াতে (আইএফএফএসএ) ফিচার চলচ্চিত্র 'জন্মভূমি' যার ইংরেজি ট্যাগ লাইন 'দ্য বার্থ ল্যান্ড' আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আগামী ১৮ মে টরেন্টোর স্কারবরোতে সিনেপেস্নক্স ওডিওনে চলচ্চিত্রের প্রিমিয়ার হবে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে। পরিচালনা করেছেন প্রসূন রহমান। জন্মভূমি চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকান্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী গর্ভবতী ছিলেন এবং অনেকে মিয়ানমার আর্মি দ্বারা ধর্ষিত হন। বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ের জন্য কুতুপালংয়ে শরণার্থী শিবির তৈরি করে দেয়। দিনার-সুষমার 'হ্যাপী লজ' বিনোদন রিপোর্ট নতুন একটি ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী সুষমা সরকার ও ইন্তেখাব দিনার। শিশুতোষ এ নাটকের নাম 'হ্যাপী লজ'। নাটকের কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর কবির। পরিচালনা করেছেন সাঈদ রিংকু। নবাগত একঝাঁক শিশু-কিশোর ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, সুষমা সরকার, অলিভি, সৌজন্য অধিকারী, আলমগীর কবির, কামাল বায়েজিদ, সুভাশীষ ভৌমিক, শতদল বড়ুয়া বিলু, জাহাঙ্গীর, রিয়াজ প্রমুখ। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক সাঈদ রিংকু জানান, একটি বাড়ির নাম হ্যাপী লজ। এ বাড়ির মানুষজন ইসলাম খাঁর বংশধর। তাদের পরিবারের পূর্বপুরুষ কেউ একজন ইসলাম খাঁর আমলের সেনাপতি ছিলেন। এ পরিবারের শেষ বংশধর পিন্টু। তার পুরো নাম মির্জা আসাদুলস্নাহ সবুক্তগিন আল সিরাজ। পিন্টুর এমন নাম নিয়ে স্কুলের সহপাঠীরা নানা ঠাট্টা, তামাশা করে। বৈশাখী টিভিতে আজ শুক্রবার থেকে এর প্রচার শুরু হচ্ছে। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টায় নাটকটি প্রচার হবে।