সাক্ষাৎকার

নিজের অভিনয়ে নিজেই সন্তুষ্ট নই

বর্তমান সময়ের অন্যতম আলোচিত নায়ক সাইমন সাদিক। পরিচালক জাকির হোসেনের 'জ্বি হুজুর' ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আগমন ঘটে তার। তবে 'পোড়া মন' দিয়ে রাতারাতি আলোচনায় আসেন তিনি। নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাহী সদস্য পদেও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাইমন সাদিক
চলমান ব্যস্ততা... বর্তমানে মোস্তাফিজুর রহমান বাবুর 'আনন্দ অশ্রম্ন', বদিউল আলম খোকনের 'আমার মা আমার বেহেশ্‌ত', ফারজানা ইসলামের 'গোপন সংকেত' নামের চলচ্চিত্রে অভিনয় করছি। এছাড়াও বেশ কয়েকটি ছবির চিত্রনাট্য হাতে আছে। কথাবার্তাও চলছে আরও কয়েকটি ছবির। দু'একটার ডাবিং করছি। মুক্তির অপেক্ষায় আছে শফিক হাসান পরিচালিত 'বাহাদুরী' চলচ্চিত্রটি। নিজের অভিনয় বিশ্লেষণ... সত্যি বলতে, নিজের অভিনয়ে নিজেই সন্তুষ্ট নই আমি। প্রত্যেকটি ছবি শেষেই মনে হয় আরেকটু যত্ন নিয়ে অভিনয় করা উচিত ছিল। তাই বলব একশ ভাগের দশভাগও অভিনয় করতে পারিনি। চেষ্টা করছি ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেয়ার। একই ধাচের চরিত্রে বারবার অভিনয় করতে ভালো লাগে না। নির্দিষ্ট একটি বৃত্তের মধ্যে আটকে থাকা একজন শিল্পীর কাজ নয়। তাই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্রের বর্তমান পরিবেশ... সংখ্যায় অল্প হলেও ভালো গল্পে ছবি নির্মিত হচ্ছে। তবে ভালো ছবি নির্মাণ করেই কিন্তু কাজ শেষ না। সেসব দর্শকদের জানাতে হবে। দরকার ভরপুর প্রচারণা। যেমন 'দেবী' চলচ্চিত্রটির প্রচারণা দেখেই অনেক দর্শক হলে গিয়েছে। ব্যবসায়িকভাবেও সফল হয়েছে সিনেমাটি। আমার মনে হয়, সব প্রযোজকেরই উচিত ছবি নির্মাণের জন্য টাকা লগ্নির পাশাপাশি নির্মিত ছবির প্রচারণায়ও মোটা অংকের পয়সা খরচ করা। তাতে সুবিধা আছে। প্রতিবন্ধকতা... চলচ্চিত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা ছবি নির্মাণ করতে পারছি না। আমাদের বিশ্বমানের বাজেট ও টেকনিক্যাল সাপোর্ট নেই। আসলে এত প্রতিবন্ধকতার মধ্যে শিল্পীদের কাজ করা মানায় না। তারপরেও সবাই মিলে চেষ্টা করছি চলচ্চিত্র শিল্পটাকে সামনে এগিয়ে নিতে। আমি আশাবাদী খুব শিগগিরই চলচ্চিত্রে সুদিন ফিরবে। শিল্পী সমিতির নির্বাচন... ইচ্ছা ছিল বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার। তবে আপাতত এ বিষয় কিছুই বলতে চাচ্ছি না। তেমন কিছু হলে সবাই জানতে পারবে। এখন অভিনয়ের দিকেই মনোযোগ দিতে চাচ্ছি।