আলোচনায় 'স্বাস্থ্য মামা'

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
স্বাস্থ্য মামা নাটকে ফারুক আহমেদ, পুতুল ও ডা. এজাজ
গত বছরের শেষেরদিকে আরটিভিতে প্রচার শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনতো ডা. এজাজুল ইসলামের পরিকল্পনা, রচনা ও নির্দেশনায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক 'স্বাস্থ্য মামা'। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৫.৪০ মিনিটে আরটিভিতে নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। নাটকটি এরইমধ্যে আলোচনায় চলে এসেছে দর্শক মহলে। তবে ডা. এজাজ জানান, এটা শুধুই নাটক নয়। নাটক প্রচারের শেষে দর্শকের উদ্দেশ্যে ডা. এজাজ হেলথ টিপস দিয়ে থাকেন। দেশে এবারই প্রথম এই ধারণের নাটক নির্মিত হয়েছে যা প্রচার শেষে দর্শকের উদ্দেশে হেলথ টিপস দেয়া হয়। ডা. এজাজ জানান, এসিআই ওআরএস'র সৌজন্যে নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আরটিভি কর্তৃপক্ষ যেমন সন্তুষ্ট ঠিক তেমনি দর্শকের কাছ থেকেও তিনি বেশ ভালো সাড়া পাচ্ছেন মাত্র কয়েক মাসের প্রচারেই। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম। নিয়মিত আরো অভিনয় করছেন ফারুক আহমদে, শামীমা নাজনীন, হোসনে আরা পুতুল ও শতদল বড়ুয়া বিলু। নাটকটি প্রসঙ্গে ডা. এজাজুল ইসলাম বলেন, 'আমার এই নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে দর্শককে মজা দেয়া, আনন্দ দেয়া। এর পাশাপাশি দর্শককে স্বাস্থ্য সম্পর্কে তথ্য দেয়া। আরটিভি কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা বেশ আন্তরিকতা নিয়েই নাটকটি প্রচার করছেন এবং পর্বও বাড়াতে বলেছেন। ধন্যবাদ এসিআই ওআরএস'রও প্রতি। কারণ তারাও আমার পাশে থেকে এটি নিয়মিত চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। ধন্যবাদ শিল্পীদেরও। অভিনেতা ফারুক আহমেদ বলেন,'বন্ধু এজাজের নির্দেশনায় কাজ করতে ভালোই লাগে। সবচেয়ে বড় কথা হলো সমাজ সচেতনতা মূলক কাজ করতে আমি সবসময়ই অনেক বেশি আগ্রহী। এক সময় আমি ব্র্যাক'-এ চাকরি করতাম। যে কারণে সমাজ সচেতনতামূলক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি।'