আবেগাপস্নুত শাহরুখ

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
শাহরুখ খান
তাকে বলা হয় বলিউডের বাদশা। শুধু অভিনেতাই নন, শাহরুখ খান যেন এখন গেস্নাবাল আইকন। বছরের পর বছর ধরে দর্শকের মনোরঞ্জন করছেন। তার এই অবদানের জন্য একাধিকবার দেশে ও বিদেশে সম্মানিত হয়েছেন। এবার আরও একবার সাম্মানিক ডিগ্রি পেলেন তিনি। তাকে ফিলানথ্রপিতে ডক্টরেট ডিগ্রি দিল লন্ডনের ইউনিভার্সিটি অব ল। এর আগে বেডফোরশায়ার বিশ্ববিদ্যলয় ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান তিনি। গত ৪ এপ্রিল লন্ডনের বার্বিক্যানে ছিল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন সেরিমনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী। সেখানেই অভিনেতাকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয়। ডিগ্রি নেয়ার পর শাহরুখ বলেন, দান সম্মানের কিন্তু নিঃশব্দে করা উচিত। নিজের দান-ধ্যানের কথা ফলাও করে প্রচার করা ঠিক নয়। যে বিষয়গুলি তার ভালো লাগে, সেগুলির জন্য তিনি কাজ করেছেন। নিজের পাবলিক পার্সোনালিটি ইমেজটা এক্ষেত্রে তাকে সাহায্য করেছে। মহিলাদের ক্ষমতায়ন, দুস্থদের পুনর্বাসন, মৌলিক অধিকার রক্ষা ইত্যাদি নিয়ে কাজ করেছেন বলে জানান শাহরুখ। সঙ্গে এও বলেন, যা তিনি পাচ্ছেন, তা বিশ্বকে ফিরিয়ে দেয়া তার কর্তব্যের মধ্যে পড়ে। সম্মানিক ডক্টরেট ডিগ্রির জন্য তিনি কৃতজ্ঞ। শুধু অভিনয়েই নয়, প্রযোজক হিসেবেও সফল এই তারকা। রেড চিলিজ এন্টারটেনমেন্ট নামে নিজের প্রযোজনা সংস্থা রয়েছে তার। ২০০৩ সালে তৈরি হওয়া এই সংস্থাটি এখনও পর্যন্ত অনেক ছবিই প্রযোজনা করেছে। পাশাপাশি রেড চিলিজ ভিএফএক্স ও কালার্স নামে স্টুডিও-ও রয়েছে তার নামে। খেলার দুনিয়াতেও উজ্জ্বল কিং খানের নাম। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম মালিক তিনি। এ ছাড়া পালস পোলিও, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (ঘঅঈঙ)সহ একাধিক সংস্থার সঙ্গে যুক্ত শাহরুখ। কাজ করেছেন মানবাধিকার নিয়েও। নিজের এনজিও রয়েছে। এসিড আক্রান্তদের জন্যও কাজ করেছেন তিনি। এর জন্য তিনি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তরফ থেকে ২০১৮ সালে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পান।