অপূর্ণই থেকে গেল টেলিসামাদের ইচ্ছেগুলো

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
আব্দুস সামাদ (টেলিসামাদ) জন্ম : ৮ জানুয়ারি ১৯৪৫; মৃতু্য : ৬ এপ্রিল ২০১৯
ক্ষয়ে ক্ষয়ে শেষ পর্যন্ত চলেই গেলেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা টেলিসামাদ। কিন্তু শেষ কয়েকটি ইচ্ছে অপূর্ণ রেখেই না ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাকে। তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল, সুস্থ হয়ে আবারও চলচ্চিত্রে অভিনয় করে বিনোদিত করবেন দর্শকদের। হাসপাতালে শুয়ে শুয়ে সবার কাছেই অনেকটা আকুতির স্বরে বলতেন, 'অভিনয়ের জন্য মন সবসময় টানে। কিন্তু বললেইতো আর ফিরতে পারি না। অনেক প্রস্তাব আসে কিন্তু শারীরিক অবস্থার কারণে করতে পারি না। তবে আশা করি খুব শিগগিরই অভিনয়ে ফিরব। বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরতে পারি। অভিনয় ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব। বেশকিছু ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।' কিন্তু নিয়তি তাকে তার সেই স্বপ্ন পূরণ করতে দিল না। প্রায় ৬০০ ছবির অভিনেতা টেলিসামাদ ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করেছিলেন 'জিরো ডিগ্রি' ছবিতে। আর ২০১৫ সাল থেকে মৃতু্যর সময়টুকু, কেটে গেল তার বেপরোয়া শরীরের সঙ্গে যুদ্ধ যুদ্ধ করতে করতেই। অবশেষে সেই যুদ্ধে হেরেই গেলেন অভিনয়ের যুদ্ধে নন্দিত টেলি সামাদ। শুধু চলচ্চিত্রেই নয়, জীবন সায়াহ্নে এসে টিভিতে সরাসরি একটি গানের অনুষ্ঠান করারও পরিকল্পনা ছিলো তার। যেখানে তিনি নিজের ও ভারতের শিল্পীদের গাওয়া কিছু জনপ্রিয় গান গাইবেন বলে ভেবে রেখেছিলেন। আলাউদ্দিন আলীর সঙ্গে অনুষ্ঠানটি তিনি করতে চেয়েছিলেন। সেটিও আর করা হলো না টেলিসামাদের। তার মৃতু্যতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।