সাক্ষাৎকার

এবার ভিন্ন মিমকে দেখা যাবে

বর্তমান সময়ের ব্যস্ত নায়িকাদের একজন বিদ্যা সিনহা মিম। দেশের বাইরেও আলাদা গ্রহণযোগ্যতাও অর্জন করছেন। কাজ করছেন ওয়েব সিরিজেও। বিভিন্ন বিষয়ে কথা হলো হালের জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে...

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিদ্যা সিনহা মিম
এই সময়ে... একটি মিটিংয়ে আছি। বেশি একটা কথা বলতে পারব না (হাসি)। সম্প্রতি চঞ্চলদার সঙ্গে একটি ওয়েব সিরিজ 'নীল দরজা'র কাজ শেষ করলাম। এর ট্রেলারও অবমুক্ত হয়েছে। বাদবাকি কাজের খবর এখনই বলতে চাচ্ছি না। কথাবার্তা চলছে। সবকিছু ঠিক হলে সবাইকে জানাব। ওয়েব সিরিজ... সময়ের সঙ্গে তাল মেলাতে অনেকেই ওয়েব সিরিজের দিকে ঝুঁকছে। আমাদের দেশে ওয়েব সিরিজের ধারণাটি নতুন হলেও বাইরের দেশে এর প্রচলন আগে থেকেই। আর বাজেট ভালো থাকায় প্রতিটা কাজই যত্ন নিয়ে করা যায়। 'নীল দরজা'য় এবার ভিন্ন মীমকে দেখা যাবে। এর আগেও অনিমেষ আইচের 'বিউটি অ্যান্ড বুলেট' নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছি। তবে নীল দরজার ট্রেলার অবমুক্ত হওয়ার পরপরই অন্যরকম সাড়া পেয়েছি।। ভালো লেগেছে। আমাদের দেশে ওয়েব সিরিজের দর্শক তৈরি হচ্ছে। বিষয়টি ইতিবাচক। দুদেশের কাজের মূল্যায়ন... সত্যি বলতে কলকাতার সঙ্গে ছোটবেলা থেকেই আমার সম্পর্ক। কালকাতা মানেই ঘুরে বেড়ানো, শপিং করা আর সিনেমা দেখা। মজার বিষয় হচ্ছে আগে কলকাতার কেউ আমাকে চিনত না- এখন চেনে। শপিং বা কোথাও বেড়াতে গেলে অনেকেই আলাদাভাবে মূল্যায়ন করে। অনেকটা ঢাকার মতোই। তবে কাজের প্রসঙ্গে দৃশ্যটা আলাদা। ওখানকার সবাই সময়মতো কাজ করে। যৌথ প্রযোজনা... শিল্পীদের সীমাবদ্ধতা নেই। তারা সব মাধ্যমে, সব পন্থায়ই কাজ করতে পারে। আর যৌথ প্রযোজনায় সিনেমা আগেও হয়েছে। সামনেও হবে। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখি। তবে যৌথ প্রযোজনায় ভাগাভাগিটা সমানে সমান থাকা ভালো।