এবার জাতীয় টেলিভিশন পুরস্কার দেবে সরকার

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোট
চলচ্চিত্রে কাজের জন্য প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হলেও টেলিভিশনে কাজের জন্য জাতীয় পর্যায়ে কোনো পুরস্কার দেয়া হয় না। এ নিয়ে টেলিভিশন সংশ্লিষ্টরা অনেক দিন ধরেই দাবি করে আসছিলেন। অবশেষে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে সরকার। হয়তো অচিরেই ঘোষণা করা হবে জাতীয় টেলিভিশন পুরস্কার। এমনটির আভাস দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক আনজাম মাসুদ চলচ্চিত্রের মতো জাতীয় টেলিভিশন পুরস্কারের জন্য উপস্থিত তথ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। পরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'আমরা বিষয়টি নিয়ে ভেবেছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো জাতীয় টেলিভিশন পুরস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে একটি প্রস্তাবনাও হয়েছে। এটি এখন মন্ত্রী পরিষদে উত্থাপন করা হবে।' টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এ বিষয়টি নিয়ে বলেন, 'এটি আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি। প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হলেও টেলিভিশন নাটকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কোনো জাতীয় পুরস্কার দেয়া হয় না। এ দাবিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমলে নিয়েছেন। আশা করি, খুবই শিগগিরই তা বাস্তবায়ন হবে। চলচ্চিত্রের অবস্থা ভালো নয়, টিভি নাটকের অবস্থা খুব বেশি ভালো না হলেও বছরে উলেস্নখযোগ্য ভালো নাটক তৈরি হচ্ছে। তাই ভালো কাজের স্বীকৃতি পেলে টিভি নাটকের সংশ্লিষ্টরা কাজে উৎসাহিত হবেন।'