পাঁচ গুণী পেলেন বাচসাস 'ইমেরিটাস অ্যাওয়ার্ড'

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ গুণী ব্যক্তি পেলেন বাচসাস 'ইমেরিটাস অ্যাওয়ার্ড'। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, খ্যাতিমান অভিনেতা সৈয়দ হাসান ইমাম, স্বনামধন্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, মির্জা আবদুল খালেক ও অভিনেত্রী সুচন্দা এ পুরস্কার পেয়েছেন। শুক্রবার রাতে আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ ভবন মিলনায়তনে প্রযোজক হিসেবে বিশেষ ভূমিকা রাখায় তাদের সম্মাননা জানায় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। বাচসাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান, নরেশ ভূঁইয়া, বর্তমান সভাপতি আবদুর রহমান তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় মির্জা আবদুল খালেক এবং অসুস্থতার জন্য সুচন্দা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এ সময় ফরিদুর রেজা সাগর বলেন, এ দেশে যখন চলচ্চিত্র তৈরি হতো না তখন আমার বাবা চলচ্চিত্রবিষয়ক পত্রিকার সম্পাদক ছিল। আমার মাও এর সঙ্গে জড়িত। আজকের এই পুরস্কারটি আমার মায়ের জন্য।