টেলিপ্যাব নির্বাচনে তারুণ্যের জয়

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
ইরেশ যাকের ও সাজু মুনতাসির
তারুণ্যের জয় হলো টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নির্বাচনে। শনিবার অনুষ্ঠিত দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইরেশ যাকের। তিনি পেয়েছেন ৮৭ ভোট। অন্যদিকে ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদ নিশ্চিত করেন সাজু মুনতাসির। তারা দু'জনই একই প্যানেলে ছিলেন। তারুণ্যনির্ভর এ প্যানেল থেকেই বেশিরভাগ জয় এসেছে। মোট ২৭টি পদের মধ্যে এই প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২২টি পদ জয়লাভ করে। অন্য প্যানেলে সভাপতি পদে লড়াই করে হেরেছেন মনোয়ার হোসেন পাঠান আর সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান মুজিব। সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির ছাড়া অন্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সাজ্জাদ হোসেন দোদুল (১১১ ভোট), জহির আহমেদ (৯৭) ও আনসারুল আলম লিংকন (৭৭)। যুগ্ম সাধারণ সম্পাদক ১. রেজাউল হক রেজা (৮৯) এবং সৈয়দ ইরফান উলস্নাহ (৮৬)। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান খান (৮৪), অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী), দপ্তর সম্পাদক একেএম নাহিদুল ইসলাম নিয়াজী (৯৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক দীন মোহাম্মদ মন্টু (৯৫), আইন বিষয়ক সম্পাদক খন্দকার লতিফুর রহমান আজিম (১০৪), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম বাবলু (৯৭), আর্কাইভ বিষয়ক সম্পাদক মীর ফখরুদ্দীন ছোটন (১১০), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী রিটন (৯৫),শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম রেজা (১০৪), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম চৌধুরী চঞ্চল (৮৪)। কার্যনির্বাহী সদস্য এফ জামান তাপস (১০৯), বাবুল আহমেদ (১০৩), সাদেক সিদ্দিকী (৯৮), (যৌথভাবে) তুহিন বড়ুয়া (৯৪) ও এম রেজাউল করিম সজল (৯৪), ৫. এএসএম আখতারুজ্জামান (৯৩), রিয়াজুল রিজু (৯২) সাঈদ তারেক (৯১) জাকির খান (৮৩), ৯. এস এম হোসেন বাবলা (৭৯)।