উর্মিলার বিরুদ্ধে মামলা

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
উর্মিলা মাতন্ডকার
কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। যোগ দেয়ার পরই হিন্দুধর্ম ইসু্যতে মুখ খুলে বিতর্কে জড়ালেন নায়িকা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দলই নিজের মতো করে প্রচার চালাচ্ছে। আর ভোট ময়দানে নেমে একাধিক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়েছেন নেতানেত্রীরা। এবার মহারাষ্ট্রের কংগ্রেস প্রার্থী উর্মিলার বিতর্কিত মন্তব্যের কারণে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, উর্মিলা এবং একজন টিভি সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, গত ৫ এপ্রিল টিভি সংবাদে প্রচার করা হয় উর্মিলার ভাষণ। সেখানে হিন্দুধর্মকে পৃথিবীর সবচেয়ে হিংস্র ধর্ম বলে অভিহিত করেন নায়িকা। এ ছাড়া তিনি অনেক খারাপ ভাষা ব্যবহার করে মিথ্যা মন্তব্য করেছেন তার বক্তৃতায়। মুম্বাই উত্তর থেকে কংগ্রেসের প্রার্থী উর্মিলা প্রচারে নেমে একাধিকবার বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছেন। বহুবার বিজেপির হিন্দুত্ব নীতিকেও আক্রমণ করেছেন। এমনই এক বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে হিংসা আর গভীর অসহিষ্ণুতা দানাবাঁধছে। গত ৫ বছরে তা বেড়েছে। যা চলছে বর্তমানে তা অসহনীয়।'