সাবিনা ইয়াসমিনের গান নন্দিতার কণ্ঠে

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সুরে আবু ওমরাহ মো. ফখরুদ্দিনের লেখা 'ও আমার বাংলা মা তোর' দেশের গানটি সাবিনা ইয়াসমিনের কণ্ঠের অন্যতম একটি জনপ্রিয় দেশের গান। দেশকে নিয়ে দেশের এ গানটি সাবিনা ইয়াসমিনের পর অনেক শিল্পীই বিভিন্ন চ্যানেল ও স্টেজ শোতে গেয়েছেন। কিন্তু সাবিনা ইয়াসমিনের গায়কীতে যে আবেগ, দরদ আর মাধুর্যতা শ্রোতারা পেয়েছিলেন তা অন্য শিল্পীদের ক্ষেত্রে খুব কমই পাওয়া গেছে। পরে অন্য শিল্পীদের সাবিনা ইয়াসমিনের গাওয়া এ গানের ধারাবাহিকতায় এবার এ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা নতুন সঙ্গীতায়োজনে গাইলেন 'ও আমার বাংলা মা তোর' গানটি। কথা ও সুর ঠিক রেখে নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ নাফিস। বাঁশি বাজিয়েছেন সায়ন। এরই মধ্যে গানটি 'ইগলু আইসক্রিম'র ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পর থেকেই সুরেলা আর মিষ্টি গায়কীর জন্য প্রশংসিত হচ্ছেন নন্দিতা। নন্দিতা বলেন, 'কিছুদিন আগে বিটিভির একটি অনুষ্ঠানে আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের দুটি গান ও আমার বাংলা মা তোর এবং সব ক'টা জানালা খুলে দাও না গেয়েছিলাম। সেখানে গাওয়ার পর ইগলুর সিইও কামরুল ভাই আমাকে 'ও আমার বাংলা মা তোর' গানটি নতুন করে গাইতে বলেন। তারপর নতুন করে গাইলাম আমি।'