একাত্তরে জয়া প্রদা

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
জয়া প্রদা
৭০ পেরিয়ে আজ একাত্তরে পা রাখছেন বরেণ্য বলিউড অভিনেত্রী জয়া প্রদা। ১৯৪৮ সালের ৯ এপ্রিল মধ্যপ্রদেশ রাষ্ট্রের জবলপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম জয়া ভাদুড়ী। তার পিতা ছিলেন খ্যাতনামা সাংবাদিক তরুণ কুমার। মার নাম ইন্দিরা ভাদুড়ী। ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে তিনি পড়াশোনা করেন। ১৯৬৬ সালে সারা ভারত সেরা এনসিসি ক্যাডেট সম্মানে সম্মানিত হন তিনি। ১৯৭৩ সালের জুন মাসের ৩ তারিখে জয়া বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অমিতাভ-জয়া দম্পতির শ্বেতা আর অভিষেক নামের দুই সন্তান হয়। বর্তমানে বাবা মার মত অভিষেকও বলিউডে সুনামের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। ছোট থেকেই জেদি স্বভাবের জয়া। যখন যা চাইতেন, তাই অর্জন করেই তবে শান্ত হতেন। খেলাধুলোয় বিশেষ আগ্রহ ছিল জয়ার। উচ্চমাধ্যমিক পাস করার পর পুনে ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন তিনি। তবে তার আগে তিনি সত্যজিৎ রায়ের সেই 'মহানগর' ছবিতে কাজ করে ফেলেন।। তবে জয়া বচ্চনের আরেক পরিচিতি তার আদি নিবাস বাংলাদেশে! চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনের পৈত্রিক আদি নিবাস নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। ১৯৪৭-৪৮ সালের দেশ বিভাগের পূর্বে তার বাবা তরুণ কুমার ভাদুড়ী কলকাতায় চলে যান। অসাধারণ অভিনয়ের জন্যে জয়া তার তিনবার ফিল্মফেয়ার-এ সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন। ২০০৭ পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট-এর সম্মান।