সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বৈশাখ নিয়ে মমতাজের গান বিনোদন রিপোর্ট রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও কোনোদিনও গানকে ভুলে থাকতে পারব না। গান আমার মনের খোরাক। গানকে ছেড়ে মমতাজ বেশিদিন বেঁচে থাকতে পারবে না- রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকেই এমন কথা বলে আসছেন ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ। এ কারণে শত ব্যস্ততার মধ্যেও গান গাইতে দেখা যায় তাকে। পুরনো গানের পাশাপাশি নতুন গানও উপহার দেন তিনি। সেই ধারাবাহিকতায় আসছে বৈশাখ নিয়ে নতুন আরও একটি গান কণ্ঠে তুলে নিলেন এই শিল্পী। বৈশাখ উপলক্ষে 'চলো গান তুলি বৈশাখী' শিরোনামের একটি গান গাইলেন মমতাজ। গানটিতে তার সঙ্গে থাকছে ওয়ারফেজের সাবেক ভোকালপ্রধান মিজানের কণ্ঠও। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ। এবার ভিম লিকু্যয়েডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া বিনোদন রিপোর্ট জয়া আহসান। ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর আসেন অভিনয়ে। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে সফলতার পরে বর্তমানে নাম লিখিয়েছেন একজন সফল প্রযোজক হিসেবে। নিজের স্বপ্নগুলোকে সার্থক করতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন তিনি। হয়েছেন অনেকগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ভিম লিকু্যয়েডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন এপার ও ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি আনুষ্ঠিকভাবে ভিম লিকু্যইডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জয়া আহসান। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ বিষয়ে জয়া বলেন, তার মতোই বাংলাদেশের নারীদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করতে কাজ করছে ভিম বাংলাদেশ, যাত্রার শুরু থেকে। জরিপ অনুযায়ী প্রতিদিন একজন নারী গড়ে ১ ঘণ্টা ৪৫ মিনিট থালা বাসন ধোয়ার কাজে ব্যয় করেন। ভিম লিকু্যইড ব্যবহারে থালা বাসন পরিষ্কার হয় অনেক দ্রম্নত। যে সময়টাতে সে মনোযোগ দিতে পারে নিজের স্বপ্ন পূরণের জন্য। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে নিজেও এক ধরনের দৃপ্তি পাব আশা করি।