ফিলিস্তিনের সমর্থনে অস্কারে তারকাদের লাল পিন

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় জমকালো আয়োজন অস্কার। যে অস্কার ঘিরে সারা দুনিয়ার মানুষের চোখ সেই আসরের ৯৬তম আসরে এবারের সেরা উপহার পারমাণবিক বোমা আবিষ্কারকের ওপর বায়োপিক 'ওপেনহাইমার'। 'পারমাণবিক বোমার জনক' জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ফিলিস্তিনে ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অস্কারে লাল পিন পরে হাজির হয়েছেন কয়েকজন তারকা। রোববার রাতে ৯৬তম একাডেমি পুরস্কারে গ্র্যামি বিজয়ী সঙ্গীতশিল্পী বিলি আইলিশ, অস্কার মনোনীত মার্ক রাফালোসহ বেশ কয়েকজন তারকা 'আর্টিস্ট ফর সিজফায়ার'-এর প্রতিনিধিত্ব করে লাল পিন পরেছিলেন। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। লাল পিনটিতে দেখা যায়, এর ভেতরে একটি কমলা রঙের হাত রয়েছে, যার মধ্যে একটি কালো হার্ট সাইন আঁকা। জানা গেছে, পিনটি দ্রম্নত ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মিলিত সমর্থনের প্রতীক। একই সঙ্গে জিম্মিদের মুক্তি এবং গাজার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার পক্ষে বার্তা দেয়। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, অভিনেতা টনি শালহাউব ও ইবন মস-বাচরাচ স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে এই পিন পরে এসেছিলেন।