সাক্ষাৎকার

এমন চরিত্রে আগে অভিনয় করিনি

অপি করিম। দেশের আলোকিত অভিনেত্রীদের একজন। বর্তমানে পর্দায় অনিয়মিত হলেও জনপ্রিয়তায় যেন একটুও ভাটা পড়েনি তার। সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর 'ঢাকা মেট্রো' শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে আবার আলোচনায় এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী।

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

রায়হান রহমান
অপি করিম
বিরতি দুই বছর... আপাতত হইচই'য়ের জন্য নির্মিত ওয়েব সিরিজ 'ঢাকা মেট্রো'র প্রমোশন নিয়ে ব্যস্ত আছি। এর মাধ্যমে প্রায় দুই বছর পরে কাজে ফিরলাম। যদিও অমিতাভ রেজার সঙ্গে আগেই কাজ করার কথা ছিল, তবে ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। সব মিলিয়ে ভালোই লাগছে। এমন চরিত্রে অভিনয় করিনি... এখানে আমি একজন পলাতক আসামির চরিত্রে অভিনয় করেছি। পাশাপাশি আমি একজন মা, সে বিষয়টিও সিরিজটিতে দেখানো হয়েছে। মূলত তিনজন মানুষের গল্প নিয়ে ঢাকা মেট্রো নির্মিত হয়েছে। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। এক গল্পে অনেক বৈচিত্র্য... প্রথাগত যেসব ধারণা আছে 'ঢাকা মেট্রো' তার বাইরে গিয়ে গল্প বলবে। সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি খুঁজে ফেরা, আত্মনিয়ন্ত্রণ, মুক্তি, বন্দিজীবন, অবসাদ, বিভ্রম, অন্তিমযাত্রা- সবই পাওয়া যাবে এতে। একটি গল্পের মধ্যে পরিচালক অনেক বৈচিত্র্য দেখিয়েছেন। দর্শকদের পয়সা উসুল হবে। ওয়েব সিরিজটি দেখে তাদের ভালো লাগবে। প্রস্তাব আসে নিয়মিতই... আমি কিন্তু কাজ করছি। পরিমাণে হয়তো কম। আমাকে শিক্ষকতা ও নিজের ব্যবসায় প্রতিষ্ঠানে সময় দিতে হয়। ফলে আগের মতো অভিনয়ে সময় দিতে পারি না। নিয়মিত চিত্রনাট্য আসে আমার কাছে। আমিও আগ্রহ নিয়েই পড়ি সেসব। এই করতে করতেই ঢাকা মেট্রো'র গল্প মনে ধরেছে। অমিতাভ রেজাকে তাই 'না' বলতে পারিনি। কাজটি করেও ভালো লেগেছে। টানাপোড়েনের সংসার... কিছুদিন আগে কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ে ছোট গল্প 'বিষাক্ত প্রেম' ও 'সুবালা' অবলম্বনে নির্মিত 'ডেব্রি অব ডিজায়ার' নামের চলচ্চিত্রে অভিনয় করেছি। একটি বিবাহিত মেয়ের গল্প বলা হয়েছে এখানে। বেকার স্বামী ও সন্তানকে নিয়ে টানাপোড়েনের সংসার। তবে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চায় বিবাহিত মেয়েটি। এই নিয়েই ছবির গল্প। চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাবে।