সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সিয়ামের সঙ্গে ঐশী বিনোদন রিপোর্ট অভিনেতা সিয়াম আহমেদ ও মিস বাংলাদেশ তারকা ঐশী। দুইজনেই ব্যস্ত সিনেমায়। দুইজনেই ভিন্ন ভিন্ন ছবিতে অভিনয় করছেন। তবে এবার প্রথম একসঙ্গে অভিনয় করলেন এ সময়ের জনপ্রিয় এই দুই তারকা। তবে কোনো সিনেমায় নয়, বৈশাখের নতুন একটি মিউজিক ভিডিওতে। এ সময়ের কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। আসছে বৈশাখে পূজা তার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন গান 'দোতারা'। নতুন এই গানের মিউজিক ভিডিওতেই দেখা যাবে সিয়াম-ঐশীকে। সিয়াম এর আগেও কাজ করেছেন মিউজিক ভিডিওতে। তবে ঐশীর সঙ্গে এটাই প্রথম। উৎসব আয়োজনের রঙ-ঢং ও আনন্দ মিশিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন তামিম রহমান অংশু। শ্রাবণ সাব্বিরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। নতুন গান 'দোতারা' নিয়ে উচ্ছ্বসিত পূজা জানালেন, 'ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান 'দোতারা'। সচরাচর এ ধরনের গান গাওয়া হয় না। গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। গানটির ভিডিও নির্মিত হয়েছে দারুণ একটি গল্পে। সিয়াম বলেন, সত্যিই সুন্দর একটি কাজ হয়েছে। বৈশাখের এই গানটির কথা ও সুর খুব ভালো লেগেছে। এবারের বৈশাখে এর মাধ্যমে আমাকে দর্শকরা নতুন রূপেই দেখতে পাবে। বাঙালির অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষে ধ্রম্নব মিউজিক স্টেশন থেকে ১১ এপ্রিল প্রকাশ পাবে গানটি। আজ থেকে রজনীকান্তের দরবার বিনোদন রিপোর্ট রজনীকান্ত। দক্ষিণী ছবির মহাতারকা। রজনীকান্তের ছবি মুক্তি পেলে দক্ষিণে রীতিমতো উৎসব শুরু হয়। ভক্তদের জন্য সুখবর হচ্ছে রজনীকান্ত নতুন ছবি হাতে নিয়েছেন। ছবির নাম 'দরবার'। যদিও প্রথমে এ আর মুরুগাডস পরিচালিত ছবিটির নাম ঠিক করা হয়েছিল 'থালাইভার ১৬৭'। আজ থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। আর শুটিং শুরুর আগেই প্রকাশ করা হয়েছে ছবির ফার্স্ট লুক। সেখানে রজনীকান্তকে তার চিরচেনা অ্যাকশন লুকেই দেখা গেছে। দরবার ছবিতে রজনীকান্তের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনী আর নয়নতারা। এর আগে তাদের চন্দ্রমুখী এবং কুসেলান নামের দুটি ছবিতে দেখা গিয়েছিল। শেষ ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে। সে হিসাবে প্রায় এক যুগ পর আবার একসঙ্গে অভিনয় করছেন তারা। ছবিতে আর কারা অভিনয় করবেন, সেটা এখনো জানা যায়নি। তবে যে ছবিতে রজনীকান্ত থাকেন, সে ছবির অন্য শিল্পীদের নাম নিয়ে মাথা ঘামানোর লোকও খুব একটা নেই। ২০২০ সালে জানুয়ারিতে মুক্তি পাবে দরবার। হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। চমক নিয়ে আসছেন শরীফুল বিনোদন রিপোর্ট প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন 'আয়নাবাজি' খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অমিতাভ রেজা। পহেলা বৈশাখ উপলক্সে আসছে ১১ এপ্রিল ওয়েব পস্নাটফর্ম হইচই-তে মুক্তি পাবে 'ঢাকা মেট্রো'। এ উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী শরীফুল। সংবাদ সম্মেলনে 'ট্রামকার্ড' হিসেবে আশরাফুলকে পরিচয় করিয়ে দেন নির্মাতা। 'আয়নাবাজি'তেও চমক দেখিয়েছে শরীফুল ইসলাম। পর্দায় খুব অল্প সময়ের উপস্থিতি ছিল তার, তবুও দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে নেয় মেধাবী এই শিশু অভিনেতা। অমিতাভ রেজার প্রথম ওয়েব সিরিজ 'ঢাকা মেট্রো'তেও তাই তাকে রাখলেন গুরুত্বপূর্ণ চরিত্রে! অনুষ্ঠানে নতুন এই ওয়েব সিরিজটির নির্মাণ ভাবনা, স্ক্রিপ্ট ও শুটিং সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অমিতাভ রেজা। এরপর অনুষ্ঠানের শুরুতে 'ঢাকা মেট্রোর প্রধান দুই চরিত্রকে টিজারের মাধ্যমে সবার সামনে পরিচয় করিয়ে দেয়া হয়। ব্যক্তিগত টিজার দেখানোর পর মঞ্চে ডাকা হয় শরীফুলকে। সেও তার শুটিং অভিজ্ঞতার কথা জানায়। মজা করে বলে, আমার বন্ধুর (অমিতাভ রেজা) কাজ করলে অনেক মজা করি সবাই। 'ঢাকা মেট্রো' আমরা অনেক মজা করে করেছি।