ঢাকার মঞ্চে অঞ্জন দত্ত

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
অঞ্জন দত্ত
ভারতীয় বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। পরিচালক ও অভিনেতা হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। এই শিল্পীকে নিয়ে 'অঞ্জনযাত্রা' বইটি লিখেছেন বাংলাদেশি লেখক সাজ্জাদ হুসাইন। গত বছরের ২৭ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। আবারো ঢাকায় আসছেন এই শিল্পী। এবার তার প্রোডাকশনের 'সেলসম্যানের সংসার' নিয়ে ঢাকার মঞ্চে হাজির হবেন তিনি। এ প্রসঙ্গে 'অঞ্জনযাত্রা'-এর লেখক সাজ্জাদ হুসাইন বলেন, ''প্রথমবারের মতো মঞ্চ নাটক নিয়ে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত। আগামী ৯ জুলাই 'সেলসম্যানের সংসার' নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। পাশাপাশি 'অঞ্জনযাত্রা' বই নিয়েও কথা বলবেন তিনি।'' কোন মঞ্চে নাটকটি প্রদর্শিত হবে বা অঞ্জন দত্ত আরো কোনো পরিকল্পনা নিয়ে ঢাকায় আসছেন কি না তা এখনই জানাতে নারাজ সাজ্জাদ। তার ভাষায়, আমাদের হাতে বেশ সময় আছে। তাই সবকিছু গুছিয়ে নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাব। জানা যায়, আর্থার মিলারের 'ডেথ অব এ সেলসম্যান' অবলম্বনে 'সেলসম্যানের সংসার' নাটকটি রচনা, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন অঞ্জন দত্ত। এতে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতি দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে নাটকটি। নাটকে উইলি লোম্যানের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। চলতি বছর জানুয়ারিতে নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে 'বড়দিন' সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে অঞ্জন দত্তের। পরবর্তীতে আরো ২১টি চলচ্চিত্র নির্মাণ করেন। ২০১১ সালে তার নির্মিত 'রঞ্জনা আমি আর আসব না' সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।