সাক্ষাৎকার

এখন কম কাজ করি

ছোট পর্দার প্রিয় মুখ দীপা খন্দকার। কাকতাড়ুয়া নাটকের মধ্য দিয়ে টেলিভিশন নাটকের শুরু। কাজ করেছেন যৌথ প্রযোজনায় নির্মিত 'ভাইজান এলো রে' চলচ্চিত্রেও। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা হলো গুণী এই অভিনেত্রীর সঙ্গে...

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দীপা খন্দকার
এই বৈশাখে... সাধারণত পহেলা বৈশাখে শুটিং থাকে না। এ দিন পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাব বলে ঠিক করেছি। এ দিন বিভিন্ন টেলিভিশনে বৈশাখী অনুষ্ঠান থাকে। সেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। আর সকাল সকাল তো পান্তা ইলিশের ব্যবস্থা করবই। বাংলা বছরের প্রথম দিনটি আমাদের সংস্কৃতির অংশ। আমি সবসময়ই চাই এ দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করতে। পর্দার ব্যস্ততা... বিভিন্ন কারণেই কাজের পরিমাণ কমিয়ে দিয়েছি। এখন বেছে বেছে খুব কম কাজ করি। সামনে ঈদ। ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। এছাড়াও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছি। নাটকের হালচাল... আসলে নাটকের মান আগেও যেমন ছিল এখন তাই আছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় নাটকের মান আরো বেড়েছে। গল্পে নতুনত্ব এসেছে। তবে কিছু কাজ মানসম্মত হচ্ছে না এটাও ঠিক। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না তেমনই সবার কাছে ভালো মানের কাজও আশা করা যায় না। আর ভালো নাটক হচ্ছে বলে দর্শকরাও দেখছে। এখন নাটক বিভিন্ন উপায় দেখা যায়। এতে দর্শকদের জন্য আরো সুবিধা হয়েছে। চলচ্চিত্র... চলচ্চিত্র নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। একটি মাত্র চলচ্চিত্রে কাজ করেছি। যদিও ছবিটি মুক্তির পর বেশ দর্শক সাড়া পেয়েছে। আমার কাছে ভালো লেগেছে। ভালো গল্প ও ভালো চরিত্র পেলে আবারো বড় পর্দায় অভিনয় করতে পারি।