বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ড নিয়ে নাটক

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের কথা মনে আছে তো? থাকারই কথা। যে ঘটনা পুড়িয়ে মেরেছে প্রায় ৪৬টি তাজা প্রাণ, তা কি ভোলা যায়! ২৯ ফেব্রম্নয়ারির সেই ভয়াবহ ঘটনা এবার উঠতে চলেছে টেলিভিশনের পর্দায়। ঘটনাটি নিয়ে নাটক নির্মিত হয়েছে। নাম 'একটি খোলা চিঠি'। ঈদের জন্য নাটকটি রচনা ও নির্মাণ করেছেন গুণী নির্মাতা রেজানুর রহমান। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তাকে সাংবাদিক চরিত্রে দেখা হবে। তবে সেটা বেইলি রোডের অগ্নিকান্ডে নিহত নারী সাংবাদিক অভিশ্রম্নতি শাস্ত্রীর চরিত্র কি না সেটি নিশ্চিত করেননি তিনি। ভাবনা গণমাধ্যমকে বলেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না। নাটকটি দেখলেই বুঝতে পারবেন। তবে ওই অগ্নিকান্ডে তো অনেকেই প্রাণ হারিয়েছেন। স্বজন হারিয়েছেন। তাদের বেদনাই তুলে ধরা হয়েছে। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রেজানুর রহমান। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, দেশের ছোট্ট একটি পরিবার। মধ্যবিত্ত এই পরিবারের প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক। নীতিবান মানুষ। তার বড় মেয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকায় বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় অনেক অসহায় মানুষের মৃতু্য স্কুল শিক্ষক আলাল উদ্দিনকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তার মতে, এটি অগ্নিকান্ড নয়, পরিকল্পিত হত্যাকান্ড। তিনি আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। এমনই এক অস্থির মুহূর্তে এলাকার চেয়ারম্যান আলাল মাস্টারকে তলব করেন। চেয়ারম্যান একজন সংবাদকর্মীকে খুন করেছেন। এই ঘটনার অন্যতম সাক্ষী আলাল মাস্টার। বেইলি রোডের ঘটনায় আলাল মাস্টার মামলা করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে নিজে যে খুন করেছেন সেই মামলার সাক্ষী না হতে আলাল মাস্টারকে হুমকি দেন চেয়ারম্যান। কিন্তু আলাল মাস্টার অনঢ়। সত্যের পক্ষেই থাকবেন তিনি। চেয়ারম্যান এবার আলাল মাস্টারের মেয়ে সংবাদকর্মী গুলনাহারকে অপহরণ করেন। এভাবেই এগিয়ে যাবে নাটকটির গল্প।