সাক্ষাৎকার

পহেলা বৈশাখ পরিবারের সঙ্গেই কাটাব

ছোটপর্দার অতি পরিচিত মুখ সাজু খাদেম। শুরুটা হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। অনবদ্য অভিনয়ে প্রায় দুই যুগ ধরে টিভি পর্দার দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে উপস্থাপনা করেছেন বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'পাঁচফোড়ন'-এ। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এই বৈশাখে... সাধারণত পহেলা বৈশাখে শুটিং রাখি না। বছরের প্রথম দিন পরিবারের সঙ্গেই কাটাব। এবার মা-বাবা বাসায় এসেছে। তাই পরিকল্পনা করেছি স্ত্রী, সন্তান ও মা-বাবাকে নিয়ে সারাদিন বাসায়ই থাকব। \হবৈশাখী পাঁচফোড়ন... বৈশাখের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন'য়ে নিয়মিতই উপস্থাপনা করি। মীর সাব্বিরের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। তিনি অত্যন্ত মেধাবী মানুষ। অনেক সময় আমরা চিত্রনাট্যের বাইরে গিয়েও কথা বলেছি। আর পাঁচফোড়নের বিশেষ দিক হলো, এর প্রত্যেক কথায় একটি করে তথ্য দেয়া হয়েছে। গতানুগতিক ম্যাগাজিন অনুষ্ঠানের মতো নয়। দর্শকরা প্রতিবারে মতো এবারো আনন্দ পাবে। বৈশাখী নাটকে নেই... এবার বৈশাখ উপলক্ষে নাটকে কাজ করিনি। টানা ২২ দিন দেশের বাহিরে ছিলাম। মূলত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। ফলে অনেক নাটকের কাজই করতে পারিনি। বৈশাখ উপলক্ষে কাজ না করলেও ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করেছি। সামনের সপ্তাহ থেকে আবারো শুটিংয়ে ব্যস্ত হবো। বর্তমান নাটকের হালচাল... এক কথায় বলব ভালো। এখনকার কনটেন্ট অনেক শক্তিশালী। নাটকের দর্শকও আছে। আসলে কাজ করে সাড়া পেলে আরও কাজ করার উৎসাহ পাই। অনেক ভালো ভালো পরিচালক আছে এই পেশায়। নিত্য নতুন যুক্ত হচ্ছে মেধাবীসব অভিনেতা অভিনেত্রীরা। আমার মতে নাটকের অবস্থান অনেক কিছুর চেয়ে ভালো। বাজেট নিয়ে একটু সমস্যা মাঝে মধ্যে হয়। সে সবও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলে মনে করি।