বেকায়দায় স্মৃতি ইরানি

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন ডেস্ক কলেজ পাস করেননি, এবারের নির্বাচনী হলফনামায় নিজেই একথা জানালেন ভারতীয় অভিনেত্রী এবং আমেথীর বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র পেশ করেন রাহুল গান্ধীর প্রতিপক্ষ তথা কেন্দ্রীয় মন্ত্রী। জানা গেছে, সেই হলফনামাতেই স্মৃতি জানিয়েছেন, ১৯৯৩-এ দিলিস্নর হোলি চাইল্ড অক্সিলিয়াম থেকে স্কুলের পড়াশোনা শেষ করে দিলিস্ন বিশ্ববিদ্যালয়ে বিকম কোর্সে ভর্তি হন তিনি। কিন্তু কোর্স শেষ করতে পারেননি। আর কেন্দ্রীয় মন্ত্রীর এই হলফনামাই এবার বিতর্কে ফেলেছে তাকে? সূত্রের খবর অনুযায়ী, এর আগে ২০০৪-এর লোকসভা নির্বাচনে সময় যে হলফনামা পেশ করেছিলেন স্মৃতি ইরানি, তাতে জানিয়েছিলেন, ১৯৯৬-তে দিলিস্ন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তিনি। আবার রাজ্যসভার প্রার্থী হওয়ার সময়ে তিনি হলফনামায় জানিয়েছিলেন, বিকম পার্ট ওয়ান পাস। প্রত্যেক নির্বাচনে স্মৃতির এই শিক্ষাগত যোগ্যতার পরিবর্তনই এবার বেকায়দায় ফেলেছে তাকে এমনকি এ বিষয়ে ২০১৬-তে আদালতে মামলাও দায়ের হয়। জনৈক এক ব্যক্তি দিলিস্ন আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন? এরপর প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি দিলিস্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন, তার শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত কোনো তথ্য কাউকে না দেয়ার। তিনি নিজেও এ বিষয়ে মুখ খোলেননি। যার ফলে রহস্য আরও ঘনীভূত হয়, কিন্তু এবার স্পষ্ট হয় স্মৃতির হলফনামায়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মতোই জাঁকজমকপূর্ণ মিছিল করে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেন স্মৃতি ইরানি।?