সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
একসঙ্গে তামিম ইকবাল-আইরিন বিনোদন রিপোর্ট প্রথমবারের মত অনন্য মামুনের পরিচালনায় বিজ্ঞাপনে কাজ করলেন ক্রিকেটার তামিম ইকবাল ও চিত্রনায়িকা আইরিন। গতকাল বিজ্ঞাপনের কাজ শুরু হয় গুলশানের একটি অফিসে। হালট্রিপ ডট কম নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে আইরিন বলেন, আমি বিজ্ঞাপনে আগেও কাজ করেছি কিন্তু এবার ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। তামিম ভাই, খুব হেল্পফুল। আর অনন্য মামুনের সঙ্গে তো আমার রিসেন্ট অনেক কাজ হয়েছে তাই টিমটাও আমার অনেক পরিচিত। সবার সঙ্গে খুব মজা করে কাজ করেছি। আজ বিএফডিসিতে কাজ আছে। অনন্য মামুন বলেন, 'এর আগেও আমি বিজ্ঞাপন বানিয়েছি। তবে তামিম ইকবালের সঙ্গে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। বিজ্ঞাপনে আরও আছেন, আনন্দ খালেদ, আনোয়ার, জেরিন, অনিকা, সাদিয়া ও লাকি।' বৈশাখে একগুচ্ছ গান নিয়ে এফ এ সুমন বিনোদন রিপোর্ট ভিন্নধর্মী গান গেয়ে শ্রোতা-দর্শকের কাছে অন্যরকম একটি অবস্থান তৈরি করে নিয়েছেন কণ্ঠশিল্পী এফ এ সুমন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে তার বেশ কয়েকটি গান আসছে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে। এরইমধ্যে জি-সিরিজে প্রকাশিত হয়েছে সাঈদ রহমানের লেখা ও এফ এ সুমনের সুর-সংগীতে 'খুউব আদরে' গানটি। প্রকাশিত হয়েছে সঙ্গীতার ব্যানারে 'বুঝলা না নিঠুর বন্ধু' গানটিও। এ গানটি লিখেছেন অরণ্য ভৌমিক এবং সুর-সংগীত করেছেন রেমো বিপস্নব। এছাড়াও পহেলা বৈশাখের দিনে সাউন্ডটেক, ম্যাক বক্সসহ আরো প্রায় আটটি প্রযোজনা সংস্থার ব্যানারে নতুন নতুন গান প্রকাশ পাবে বলে জানান এফ এ সুমন। এবার চলচ্চিত্রের নৃত্য পরিচালনায় ববি বিনোদন রিপোর্ট প্রথমবারের মত চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন এই সময়ের ব্যস্ত নৃত্যশিল্পী আফরোজা সুলতানা ববি। ছবির নাম 'জ্যোৎস্না আকাশ'। এটি পরিচালনা করছেন আবুল বাশার। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ছবির শুটিং হবে। এ প্রসঙ্গে ববি বলেন, 'জ্যোৎস্না আকাশের মাধ্যমে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে আমার অভিষেক ঘটেছে। শতভাগ মনোযোগ দিয়ে আমি কাজটি করছি। আগামীতেও বিভিন্ন চলচ্চিত্রে আমার কাজ করার ইচ্ছে রয়েছে।' এছাড়া এই বৈশাখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বলেন জানালেন ববি। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংগীত শিক্ষা কেন্দ্রে নৃত্যশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তিনি। পাশাপাশি নাচের কোরিওগ্রাফার হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলেও কাজ করছেন। ববি ১৯৯২ সালে বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) মাধ্যমে নৃত্যে হাতেখড়ি নেন। এরপর নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু, অনিক বোস, লিখন রায়, ফারহানা চৌধুরী ও আনিসুর রহমান হিরুর কাছে নৃত্যে তালিম নিয়েছেন। ২০০৩ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। এর পর দেশ ও দেশের বাইরে অসংখ্য অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন। নৃত্যচর্চা নিয়ে ববি বলেন, 'নৃত্যশিল্পে এখন পেশাদারিত্বের জায়গা তৈরি হয়েছে। অনেকেই একে পেশা হিসেবে গ্রহণও করেছেন। বিশেষ করে নৃত্যশিক্ষার স্কুলের সংখ্যাও বাড়ছে।'