সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
২০ বছরে একুশে টেলিভিশন বিনোদন রিপোর্ট আজ পহেলা বৈশাখে ২০ বছরে পা রাখল দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ টেলিভিশন একুশে টিভি। মুক্তিযুদ্ধের চেতনা ও পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রম্নতি নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই টেলিভিশনটির। ১৯ বছর ধরে প্রতিষ্ঠানটিকে অতিক্রম করতে হয়েছে নানা ঝঞ্ঝা শঙ্কুল পথ। প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে গেছে তার সম্প্রচার, পেশাজীবী সাংবাদিক-সম্প্রচারকর্মীরা বিপন্ন হয়েছে। কিন্তু সকল সংকট অতিক্রম করে বার বার মাথা তুলে দাঁড়িয়েছে একুশে টেলিভিশন। একুশের জন্মদিনে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরি, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ। একুশের দর্শক-শ্রোতা, শুভানুধ্যায়ী, কলাকুশলী, ক্যাবল অপারেটর ও বিজ্ঞাপণ দাতাদের শুভেচ্ছা জানিয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান জনাব সাইফুল আলম মাসুদ। তিনি বলেছেন, 'বিশতম বছরে পা দিয়ে তারুণ্যের ঝলক ছড়াবে একুশে টেলিভিশন'। একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.) বলেছেন, 'একুশের মহান শিক্ষাই আমাদের চলার পথের পাথেয়।' বাংলা নতুন বছর ও একুশের জন্মদিনে দিনভর থাকছে নানা আয়োজন। একুশে ভবনে দিনভর চলবে একুশে কর্মী কলাকুশলীদের সম্মিলন। একুশের পর্দায় বিশেষ আয়োজনের মধ্যে থাকবে পুতুল নাট্য, সরাসরি বিশেষ সংগীতানুষ্ঠান, নাটক ও চলচ্চিত্র। বৈশাখে রাজশ্রীর 'বলতে আসি বার বার' বিনোদন রিপোর্ট তাকে বলা হয় চট্টগ্রামের আশা ভোঁসলে। বরেণ্য কণ্ঠতারকা আশা ভোঁসলের গায়কী আর কণ্ঠ তার সঙ্গে মিল থাকায় রাজশ্রী আচার্যকে চট্টগ্রামের সংগীত প্রিয় মানুষ ভালোবেসে, আদর করে চট্টগ্রামের আশা ভোঁসলে বলে ডাকেন। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত তিনি স্বামী সমীরণ আচার্যের অসুস্থতার জন্য কোনো অ্যালবাম করেননি। ২০১৬ এর শেষ দিক থেকে তিনি আবার সংগীতে মনোযোগী হন। ঢাকায় চলে আসেন স্থায়ীভাবে। গত বছর লেজার ভিশন থেকে প্রকাশ পায় তার গাওয়া মিউজিক্যাল ফিল্ম 'পিছুটান'। গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়। এবার পয়লা বৈশাখ উপলক্ষে নতুন গান প্রকাশ হচ্ছে। রাজশ্রী আচার্য বলেন, নতুন এ গানটির শিরোনাম 'বলতে আসি বার বার'। রবিউল ইসলাম জীবনের লেখা নতুন এ গানটির সুর ও সংগীত করেছেন সাব্বির জামান। গানটি গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে আমি কণ্ঠ মিলিয়েছি। আর এ এন্টারটেইনমেন্টের চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন নির্জন আহমেদ। দীর্ঘ বিরতি কাটিয়ে আবার স্টেজ শো, টেলিভিশন চ্যানেলের শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ সংগীতশিল্পী।