সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
১৫ বছরে সিসিমপুর বিনোদন রিপোর্ট ১৪ পেরিয়ে আজ ১৫ বছরে পা দিচ্ছে শিশুবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান 'সিসিমপুর'। ইউএসএআইডি'র আর্থিক সহায়তায় ২০০৫ সালে শুরু হয়েছিল অনুষ্ঠানটি। দেশের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে সিসিমপুর নামে এ টেলিভিশন অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। চৌদ্দ বছর ধরে শিশুতোষ এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে ৩ থেকে ৮ বছর বয়সি শিশুর প্রারম্ভিক শিক্ষার চাহিদা পূরণের জন্য। সেই সাথে তার লক্ষ্য শিশুর পিতা-মাতা, যত্নকারী এবং শিক্ষকেরাও। আনন্দ আর খেলার ছলে সিসিমপুর ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। সিসিমপুর প্রচারের বর্তমানে একাদশ সিজন চলছে। তৈরি হচ্ছে ত্রয়োদশ সিজন। শুরু থেকে প্রতি সপ্তাহে বাংলাদেশ টেলিভিশন-এর মাধ্যমে সারাদেশের প্রায় ১ কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন। ২০১০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত একটি জরিপে সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে শীর্ষস্থানীয় এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান হয়েছে। ২০০৭ সালে পরিচালিত এসিপিআরের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, যেসব শিশু সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখে তারা তাদের চাইতে এক বছরের বড় শিশু, যারা সিসিমপুর দেখে না তাদের চেয়ে ভাষা ও বর্ণ, গণিত এবং সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করেছে। মঞ্চে আজ হেলেন কেলার বিনোদন রিপোর্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত মনোড্রামা 'হেলেন কেলার'। 'বিশ্বের বিস্ময়' মহীয়সী নারী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন ও সংগ্রামভিত্তিক ব্যতিক্রমী প্রযোজনা 'হেলেন কেলার' রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকটিতে অভিনয় করছেন জুয়েনা শবনম এবং প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল। দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সু্যলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সকল নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের 'হেলেন কেলার' প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস সহিংসতা, বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। আজ থেকে শুরু 'জোশ আড্ডা উইথ ওমরসানী' বিনোদন রিপোর্ট চিত্রনায়ক ওমরসানী এবারই প্রথম উপস্থাপনায় এলেন। 'জোশ আড্ডা উইথ ওমরসানী' নামক অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন ওমরসানী। এরইমধ্যে 'জোশ আড্ডা উইথ ওমরসানী' অনুষ্ঠানে অতিথি হয়ে এতে অংশগ্রহণ করেছেন রোজিনা, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, অমিত হাসান, রবি চৌধুরী, প্রিয়দর্শিনী মৌসুমী, ফেরদৌস, অনন্ত জলিল, বর্ষা, মাহিয়া মাহি, অহনা, তাসকিন, রেসী, তানহা, ইমন, নিরবসহ অনেকে। অনুষ্ঠানটি প্রচারের আগেই 'জোশ আড্ডা উইথ ওমরসানী' নিয়ে বেশ আলোচনায় এসেছেন ওমরসানী। যেহেতু এর আগে ওমরসানী উপস্থাপনা করেননি, তাই তিনি কেমন করেছেন উপস্থাপনা তা দেখার জন্য তার ভক্ত-দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ওমরসানী জানান, আজ থেকে এটিএন বাংলায় এবং আগামী শুক্রবার থেকে এনটিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। এটিএন বাংলায় আজ রাত আটটায় 'জোশ আড্ডা উইথ ওমরসানী' অনুষ্ঠানে ওমরসানীর সঙ্গে আড্ডায় মেতে উঠবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস।