ওয়েবসিরিজেই ব্যস্ত এখন পপি

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
সাদিকা পারভিন পপি
বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল এক নাম পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত 'কুলি' সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে তার রূপালি পর্দায় যাত্রা শুরু। এরপর তিনি পর্দা মাতিয়েছেন প্রায় আড়াইশো চলচ্চিত্রে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে চলচ্চিত্রে এ অভিনেত্রীকে দেখা না গেলেও ব্যস্ততা বাড়ছে ওয়েব সিরিজে। পপি প্রথম ওয়েব সিরিজে অভিনয় করেন অনন্য মামুন পরিচালিত 'ইন্দুবালাতে। এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এরপর ওয়েব সিরিজের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। নির্মাতারাও তাকে নিয়ে ওয়েব সিরিজে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। পপি বলেন, 'ইন্দুবালাতে কাজ করার পর কয়েকটি ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় রাজি হইনি। শুধু গল্প ও চরিত্র নয় আমার কাছে নির্মাতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। নির্মাণ ভালো না হলে দর্শক পছন্দ করে না। তবে ইন্দুবালা থেকে ভালো সাড়া পেয়েছি। এর গল্প ও নির্মাণ খুবই ভালো ছিল।' সম্প্রতি এ চিত্রনায়িকা নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন। নারী গোয়েন্দার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ 'গার্ডেন গেম'। এতে নারী গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন কলকাতার অদিতি মজুমদার ও সরদার সানিয়াত হোসেন। পরিচালনা করছেন তৌহিদ মিতুল। গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে দেশের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষে আসে উদয়ন টি-স্টেট। এরপরই টি-স্টেটে ঘটতে থাকে একের পর এক লোমহর্ষক খুন। ফুসে ওঠে শ্রমিক ইউনিয়ন। সেখানেই আবির্ভূত হন চৌকস নারী গোয়েন্দা বৃতা। কিন্তু তিনি কি পারবেন এই রহস্যময় খুনের সমাধান করতে? এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। গোয়েন্দা বৃতার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি। ওয়েব সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। এটি রিয়াজের প্রথম ওয়েব সিরিজ। এছাড়াও অভিনয় করছেন নিপুণ, মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারীসহ অনেকে। এর সঙ্গীতায়োজন করেছেন কলকাতার সাকী ব্যানার্জি। খুব শিগগির বায়োস্কোপ লাইভে মুক্তি পাবে গুড কোম্পানি প্রযোজিত এ ওয়েব সিরিজ। পপি অভিনীত 'সাহসী যোদ্ধা' ও 'সেভ লাইফ' নামের দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। এর বাইরে নতুন কোনো চলচ্চিত্র নেই পপির হাতে। অভিনয় যেহেতু নেশা ও পেশা তাই ওয়েব সিরিজকেই বেছে নিচ্ছেন কাজের ক্ষেত্র হিসেবে। পপি বলেন, 'নানা কারণে সিনেমার পেছনে এখন সময় ব্যয় করতে বেশ অনীহা দেখা যায় দর্শকদের। আবার, প্রযুক্তির কল্যাণে এখন বিনোদনও যেন হাতের নাগালেই। আর তাই এই ওয়েব সিরিজ যে কনটেন্ট খুব সহজেই পৌঁছে দেয় দর্শকের কাছে। অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। প্রযোজকরাও এতে আগ্রহ প্রকাশ করেন।'