অভিনেতা আহমেদ শরীফকে প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
চলচ্চিত্রের একসময়ের পর্দা কাঁপানো খলনায়ক, শক্তিমান অভিনেতা ও চলচ্চিত্রশিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমেদ শরীফের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদানের চেক গ্রহণকালে অভিনেতা আহমেদ শরীফ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৭৬ বছর বয়সি অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সুভাষ দত্ত পরিচালিত 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করা আহমেদ শরীফ পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৭৬ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় 'বন্দুক' ছবিতে খলনায়ক হিসেবে ডাকসাইটে এই অভিনেতার অভিষেক হয়।