সাক্ষাৎকার

সমাজসেবাতেই ব্যস্ত এখন বাঁধন

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একসময় টিভি নাটকে তার প্রচুর ব্যস্ত সময় কাটলেও এখন একেবারেই নেই। দীর্ঘ দেড় বছর ধরে কোনো নাটকে কাজ করছেন না। ব্যক্তি ও পারিবারিক কাজের পাশাপাশি ব্যস্ত রয়েছেন সমাজসেবামূলক কর্মকান্ডে। বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে...

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আজমেরী হক বাঁধন
প্রচারে 'নিরুদ্দেশ ভালোবাসা'... 'নিরুদ্দেশ ভালোবাসা' নাটকটি কতদিন আগে করেছি তা আমার নিজেরও মনে নেই। আমি প্রায় দেড় বছর ধরে নতুন কোনো নাটকে কাজ করছি না। এই নাটকটি তারও আগে হবে। এটি আমার অভিনীত কোনো নতুন নাটক নয়। শুনেছি এই নাটকটি এসএ টিভিতে আজ (গতকাল) শুক্রবার রাত ৯টায় প্রচার হবে। এতে আমার সহশিল্পী ইমন। অভিনয়ের খবর... অভিনয়ের নতুন কোনো খবর নেই। টুকটাক যা করছি তা বলার মতো নয়। অনেক দিনই হলো নানা কারণে নাটকে অভিনয় করা হচ্ছে না। তবে অভিনয় আমি ছাড়িনি। যেহেতু অভিনয়ই আমার নেশা ও পেশা তাই আবারও লাইট-ক্যামেরার সামনে দাঁড়াব। আবার যখন নাটকে অভিনয় শুরু করব, তখন খবরটি অবশ্যই সবাই জানতে পারবে। সর্বশেষ নাটকে কাজ করেছিলাম মাসুদ সেজানের 'খেলোয়াড়' নাটকে। যেভাবে কাটে সময়... পরিবার ও একমাত্র সন্তান সায়রাকে নিয়েই আমার সারাদিনের ব্যস্ততা। মেয়েকে নিয়মিত টেককেয়ার করছি। পরিবারের অন্যান্য কাজও করতে হয়। এছাড়া বাংলাদেশ ডেন্টাল সোসাইটির একজন নির্বাচিত সদস্য হিসেবে সেখানেও সময় দিতে হয়। পরিকল্পনা আছে এ বছরের শেষ সময় হতে চেম্বারে নিয়মিত রোগী দেখব। সামাজিক কাজেও নিজেকে সম্পৃক্ত রেখেছি। সবকিছু মিলে সময়টা খারাপ যাচ্ছে না। ভালোই কেটে যাচ্ছে দিনরাত। নাটক, সিনেমা দেখা... সময় পেলে নাটক, সিনেমা দেখা হয়। দীর্ঘদিন ধরে নিজে অভিনয় না করলেও অন্যদের অভিনয় দেখি। নতুনদের অনেকের অভিনয়ই ভালো লাগে। আমাদের নাটক ভালোর দিকে যাচ্ছে। এখন প্রচুর নাটক তৈরি হচ্ছে। টিভি চ্যানেল ছাড়াও ইউটিউবের জন্যও নাটক তৈরি হচ্ছে। ইদানীং ওয়েবসিরিজের জনপ্রিয়তা বাড়ছে। অনেক ভালো ভালো শিল্পী ও নির্মাতা এ মাধ্যমে কাজ করছেন। এখানে কাজের স্বাধীনতা অনেক। তবে খেয়াল রাখতে হবে স্বাধীনতার সুযোগে যেন মন্দের প্রচার না হয়।