দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে এসডি রুবেল

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
এসডি রুবেল
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে পলাশ খান নির্মাণ করছেন 'ক্রাশ' চলচ্চিত্র। এ সিনেমায় ব্যবহৃত হবে 'রাধা কৃষ্ণ' গানটি। চলচ্চিত্রটিতে মোট ৬টি আধুনিক গান ব্যবহার করা হবে। যার একটিতে কণ্ঠ দিলেন একসময়ের সাড়া জাগানো কণ্ঠশিল্পী এসডি রুবেল। এ গানের মধ্য দিয়ে দীর্ঘদিন পর সিনেমায় গান করলেন রুবেল। সম্প্রতি নগরীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি নিয়ে এসডি রুবেল বলেন, 'বহুদিন পর চলচ্চিত্রে গান করলাম। আশা করি, সবার ভালো লাগবে।' 'জীবনের সৈকতে' অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন এসডি রুবেল। 'লাল বেনারশী' শিরোনামের গানটি তাকে দেশব্যাপী জনপ্রিয়তা এনে দেয়। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, প্রযোজক ও অভিনেতা। ৮-১০টি নাটক-টেলিফিল্ম প্রযোজনা করেছেন তিনি। ২০১১ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত 'এভাবেই ভালোবাসা হয়' চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এসডি রুবেলের। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। স্বপন আহমেদ পরিচালিত 'বৃদ্ধাশ্রম' চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। প্রযোজনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রও। প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এসডি রুবেল।