যেভাবে বেঁচে গেলেন দিলীপ-রাধিকা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
দিলীপ ফার্নান্দো এবং রাধিকা শরতকুমার দম্পতি
শ্রীলংকায় সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য সপরিবারে রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দা অভিনেতা দিলীপ ফার্নান্দো এবং ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরতকুমার। তিনশতাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার স্বামী শরতকুমারও দক্ষিণী চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা। টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশ, শ্রীলংকায় রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী রাধিকা। বোমা হামলার কিছুক্ষণ আগে দেশটির সিনামন গ্রান্ড হোটেলে অবস্থান করছিলেন তিনি। তিনি বের হয়ে যাবার পরপরই বোমা বিস্ফোরণ ঘটে ওই হোটেলে। তিনি ঠিক আছেন জানিয়ে ভক্তদের উদ্দেশে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন রাধিকা। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, 'ওএমজি! শ্রীলংকায় বোমা হামলার ঘটনা ঘটেছে। আমি কলম্বোর সিনামন গ্রান্ড হোটেল থেকে বের হওয়ার পরই সেখানে বোমা হামলা হয়েছে। ঘটনাটি বিশ্বাস হচ্ছে না আমার। সৃষ্টিকর্তা সবার সঙ্গেই আছেন।' তার ওই টুইট ১৪ লাখের বেশি ভক্ত-অনুরাগীরা রিটুইট ও শেয়ার করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। রাধিকার স্বামী অভিনেতা আর শরতকুমারও ওই টুইট শেয়ার করেছেন।