শ্রীলংকা হামলায় শোকে স্তব্ধ তারকাজগৎ

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
শ্রীলংকায় রোববার ইস্টার সানডেতে আটটি বোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯০-এ পৌঁছেছে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুই স্থানে হামলা হয়। আহত মানুষের সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়েছে। ভয়াবহ এই সিরিজ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকার সরকার। এই বর্বর হামলার নিন্দা প্রকাশ করেছে ঢালিউড, বলিউড, হলিউডসহ বিশ্ব তারকাজগত। মার্কিন পপ তারকা মারায়া কেরি, ইমাজিন ড্রাগন ব্যান্ডের ড্যান রেনল্ডস, এমআইএসহ সংগীত জগতের আরও অনেক তারকা টুইটারে তাদের ক্ষোভ আর সহমর্মিতা প্রকাশ করে মানবতার পক্ষে প্রার্থনা করেছেন। যুক্তরাষ্ট্রের পপ-রক ব্যান্ড ইমাজিন ড্রাগনসের প্রধান ভোকাল ড্যান রেনল্ডস (৩১) বলেছেন, 'শ্রীলংকার মানুষদের জন্য হৃদয় ভেঙে যাচ্ছে। এমন কোনো শব্দ নেই, যা এই বীভৎস ঘটনায় এতটুকু শান্তি দিতে পারে বা এই ভয়াবহ অবস্থা ব্যাখ্যা করতে পারে। যারা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, আমি আমার হৃদয়ের গভীর থেকে সেসব মানুষের জন্য সহানুভূতি আর ভালোবাসা জানাই।' ২৮ বছর বয়সি সংগীতশিল্পী, গীতিকার ও ড্যান্সার অ্যান মারি টুইট করেছেন, 'শ্রীলংকা, আমি বিশ্বাস করতে পারছি না কী ঘটল! আমার হৃদয় আহত হয়েছে। ভালোবাসা নিয়ো।' জনপ্রিয় মার্কিন সংগীত তারকা ও অভিনেত্রী মারায়া কেরি (৪৯) টুইট করেছেন, 'শ্রীলঙ্কা, আমার হৃদয় তোমার সঙ্গে আছে। এই ভয়াবহ হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমার প্রার্থনা। শক্ত থাকুন।' 'টাইটানিক' ছবির জনপ্রিয় গান 'মাই হার্ট উইল গো অন' গানটির গায়িকা সেলিন ডিওন (৫১) লিখেছেন, 'শ্রীলংকায় বোমা হামলার বর্বর ঘটনায় আমি খুবই দুঃখিত। আমাদের পৃথিবীতে এই ধরনের নৃশংস ঘটনার কোনো স্থান নেই। আক্রান্ত ব্যক্তিদের, তাদের পরিবার ও শ্রীলংকার সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো সমবেদনা। আমি প্রার্থনা করছি, যাতে আপনারা ভালোবাসা, শক্তি এবং শান্তি খুঁজে পান।' ৫৫ বছর বয়সি আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক রিচার্ড মার্ক্স লিখেছেন, 'শ্রীলংকার জন্য হৃদয় ভেঙে গেছে। তিন বছর আগে আমি শ্রীলংকায় অনুষ্ঠান করেছিলাম। দেশটা খুবই সুন্দর আর শান্তিপূর্ণ। দেশের মানুষগুলোও। যা ঘটল সেটা ভয়াবহ।' আমেরিকান রক ব্যান্ড গারবেজ মাত্র দুটি শব্দে এই ঘটনায় শোক আর সহমর্মিতা প্রকাশ করে লেখে, 'ওহ শ্রীলংকা!' ২৩ বছর বয়সি তরুণ আমেরিকান সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও মডেল কিয়ারা প্রিন্সেস লিখেছেন, 'শ্রীলংকার জন্য প্রার্থনা। আমার হৃদয় ভেঙে গেছে।' এই ঘটনার তীব্র নিন্দা ও নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। বিষয়টি নিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা টুইটে লিখেছেন, 'শ্রীলংকা হামলার এই ঘটনাটিতে আমাদের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যারা এই হামলায় প্রাণ হারালেন, প্রত্যেকের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সাথে নিহতদের পরিবারদের যেন সৃষ্টিকর্তা শোক সইবার শক্তি দেন সেটিই কামনা করছি।' হামলার বিষয়টি নিয়ে টুইটারে টুইট করেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি লিখেছেন, 'আমি গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের পরিবারের জন্য। আমরা একটি সন্ত্রাসমুক্ত পৃথিবী চাই।' অভিনেতা বিবেক ওবেরয় এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বলিউড অভিনেত্রী হুমা কোরেশি, 'রং দে বাসন্তি' খ্যাত সিদ্ধার্থ, কুমাল কোহলিসহ অনেকেই ওই হামলার তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ লিখেছেন, শ্রীলঙ্কার বিস্ফোরণের খবরে আমি শোকাহত। প্রতিক্রিয়ার মতো ক্রমশ ছড়িয়ে চলেছে হিংসা। দুর্ভাগ্যজনকভাবে সকলেই এই ধারাবাহিক হিংসাকে এড়িয়ে যাচ্ছে।