ঈদুল আজহায় কলকাতায় শাকিবের ছবি

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
শাকিব খান
আসছে ঈদুল আজহায় কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশের শীষর্ নায়ক শাকিব খান অভিনীত ‘নেকাব’। এরপর আমদানিতে চুক্তির নিয়মে বাংলাদেশেও ‘নেকাব’ মুক্তি দিতে চায় ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর প্রযোজিত ১০৭ নম্বর ছবি ‘নেকাব’। ছবির মিডিয়া পাটর্নার হিসেবে থাকছে কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সংগীত বাংলা। জানা গেছে, শাকিব খান প্রথমবার কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর প্রযোজিত ‘নেকাব’ ছবিতে অভিনয় করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় এই ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে এসভিএফ। প্রযোজনা প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফ্যান পেজে এটি আপলোড করা হয়। সেখানে ক্যাপশন লেখা হয়, ‘‘প্রকাশ করা হলো ‘নেকাব’ ছবির অফিসিয়াল পোস্টার। অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা ব্যানাজির্। পরিচালক রাজীব বিশ্বাস।’’ ‘নেকাব’ ছবির পোস্টারটি প্রকাশের পর এসভিএফের ওই পোস্টে দেখা যায় প্রশংসাসূচক মন্তব্য। শাকিব খানের ক্যারিশমা দেখার জন্য দুই বাংলার দশর্কদের মাঝে নতুন করে যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয় সেটি বলার অপেক্ষা রাখে না। ‘নেকাব’ শুটিং শুরু হয়েছিল গত বছর ১৬ মাচর্। কলকাতার আরেক নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের হয়ে চারটি হিট ছবি উপহার দেয়ার পর প্রথমবার কলকাতার শীষর্স্থানীয় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশে বাংলাদেশের শাকিব! বাড়তি চমক হিসেবে ছবিতে টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। সবমিলিয়ে নিমাের্ণর শুরু থেকে আলোচনায় ছিল শাকিবের ‘নেকাব’। এই ছবির শুটিং শুরুর সময় ছবির নাম ঠিক না হওয়া নিয়েও চলে নানা মুখরোচক আলোচনা। অনুমানভিত্তিক খোশগল্পে মাতেন সিনেপ্রেমীরা। তবে পঞ্চাশ শতাংশ কাজ শেষ হলে জানা যায়, ছবির নাম ‘মাস্ক’। বতর্মানে শুটিং পুরোপুরি শেষ। তবে চলতি মাসের প্রথম সপ্তাহে এর পরিচালক রাজীব বিশ্বাস জানান, ‘মাস্ক’ নামটি পরিবতর্ন করা হয়েছে। নতুন নাম দেয়া হয়েছে ‘নেকাব’। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা মিলবে ঢালিউড বাদশা শাকিব খানকে। থাকবে ভৌতিক অনেক দৃশ্য। সঙ্গে দুই নায়িকা নিয়ে শাকিবের রোমান্স! ‘নেকাব’ ছবিতে আরও অভিনয় করছেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। শিবাজী, প্রলয় ও রাজকাহিনীর মতো সিনেমায় দুদার্ন্ত অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া রুদ্রনীলও প্রশংসা করলেন শাকিবের। বললেন, ‘শাকিবের সঙ্গে কাজ করে আমি এনজয় করছি। ও বাংলা ভাষার একজন অভিনেতা কিন্তু ভিন্নদেশের। আমি জানি শাকিব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সু-অভিনেতা। যতটা মিষ্টি সে দেখতে, ততটা মিষ্টি সে অভিনয় করে। শাকিবের রূপ যেমন, তার গুণও তেমনই।’ পরিচালক রাজীব বিশ্বাসের ভাষ্য, গল্পে ছবির নায়ক শাকিব খান এবং রুদ্রনীল দুজনেই খুব ভালো বন্ধু। তারা মজার মজার সব কাÐ ঘটায়। বিভিন্ন গেটআপ নিয়ে নানান কৌশলে মানুষকে ধোঁকা দিতে থাকে। এর মধ্যে একটা দুঘর্টনা ঘটে। তখন ভূতের আবিভার্ব ঘটে। শাকিব যেখানে যায়, ভূত তাকে তাড়া করে। এমন মজার অনেক দৃশ্য রয়েছে। শাকিবের সঙ্গে প্রথমবার কাজ করে মুগ্ধ পরিচালক রাজীব বিশ্বাস। তিনি বলেন, শাকিব বাংলাদেশের সুপারস্টার হয়েছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এটা সবাই জানেন। তিনি বলেন, শাকিব এবং আমি দুজনেই সমবয়সী। আড্ডা, ইয়াকিের্ত আমাদের একটা ভালো কেমিস্ট্রি তৈরি হয়েছে। তারচেয়ে ভালো ব্যাপার হলো, শাকিব খুব ভালো ছেলে। আড্ডা মারতে, সিনেমা দেখতে ভালোবাসে। এজন্য ওর সঙ্গে দ্রæত ফ্লেক্সিবল হয়ে গেছি। সে খুব ভালো কাজ করছে। ‘নেকাব’ নিয়ে শাকিব খান আগেই বলেছেন, সব বয়সী মানুষকে খুব আনন্দ দেবে ছবিটি। বিশেষ করে বাচ্চাদের কাছে বেশি ভালো লাগবে। কমাির্শয়াল ও ভিন্ন ধারা দুদিক দিয়েই মাস্ক দশর্কদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।