সাক্ষাৎকার

মডেলিং করা চাট্টিখানি কথা নয়

শ্রোতাপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। বতর্মানে গান ও স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয় ও সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গেÑ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মৌসুমী আক্তার সালমা
বতর্মানে... কোরবানির ঈদের জন্য ধ্রæব মিউজিকসহ একাধিক মিউজিক কোম্পানির ব্যানারে গান করেছি। অন্যদিকে এই প্রথমবার জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের (ভাই) সঙ্গে গান করছি। এর শিরোনাম ‘আই অ্যাম ইন লাভ’। পাশাপাশি এই গানের মিউজিক ভিডিওতে পারফমের্ন্স করব। মোহাম্মাদ মিলনের সুরে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। আর মিউজিক করেছেন এমএমপি রনী। গানটি সঙ্গীতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঈদে মুক্তি পাবে। মিউজিক ভিডিওতে পারফমর্... আমি গানের মানুষ। অভিনয়ের কিছুই পারি না। অভিনয় বলতে গানকে অনুভব করে যতটুকু এক্সপ্রেশন দেয়া উচিত সেটুকুই পারি। কিন্তু এবার প্রথমবার আসিফ ভাইয়ের একটি গানে পারফমের্ন্স করতে যাচ্ছি। খুব ভয় ভয় লাগছে। কারণ শুধু গায়ক হিসেবেই নয়, মডেল হিসেবেও তার সুনাম রয়েছে। তার সঙ্গে মডেলিং করা চাট্টিখানি কথা নয়। তবে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। সহশিল্পীদের নিয়ে... এ পযর্ন্ত যাদের সঙ্গেই কাজ করেছি। সহশিল্পী হিসেবে সবার কাছ থেকেই সহযোগিতা পেয়েছি। তাই কাকে রেখে তার কথা বলব? এককথায় বলতে অডিও ইন্ডাস্ট্র্রিজে সবাই বেশ হেল্পফুল। সংগীত জীবনে প্রাপ্তি... আমার গানের জগতে আগমনটা কিভাবে সেটা সবারই জানা। তাই নতুন করে আর বলার কিছুই নেই। আর আমার কণ্ঠ যা তার পুরোটাই সৃষ্টিকতার্র মহিমা। আর আমি দশর্ক-শ্রোতার ভালোবাসার কারণে শিল্পী হয়ে উঠতে পেরেছি। তারা না চাইলে হয়তো কোনোদিনও এটা সম্ভব হতো না। আর এখন আমাকে সবাই একনামে চেনে ও জানে, এর চেয়ে আর বড় প্রাপ্তি কী হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা... শৈশব থেকেই গান আমার ভীষণ প্রিয়। তাই সারা জীবন এই গানটাকে অঁাকড়ে ধরে থাকতে চাই। আমি সবসময় বেশি গান করার চেয়ে মানসম্মত গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ভবিষতেও এটি বজায় রাখতে চাই। আর ব্যক্তিজীবনে ভবিষ্যৎ বলতে আমার মেয়ে স্নেহা। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি ও আমার মেয়ে যেন অনেক ভালো থাকতে পারি।