সাক্ষাৎকার

চলচ্চিত্রে ভালো কিছু উপহার দিতে পারব

জান্নাতুল ফেরদৌস ঐশি। 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'খ্যাত এ অভিনেত্রী অল্পদিনেই মিডিয়া ভুবনে পেয়েছেন তারকা খ্যাতি। মডেলিং, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের পর সম্প্রতি যুক্ত হয়েছেন চলচ্চিত্রে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জান্নাতুল ফেরদৌস ঐশি
লাইট ক্যামেরা অ্যাকশন... এখন স্বপ্ন বাস্তবায়নে ব্যস্ত আছি। প্রতিদিনই একটু একটু করে আলো ঝলমলে দুনিয়ার সঙ্গে নিজেকে পরিচিত করছি। আমার প্রথম ছবি 'মিশন এক্সট্রিম'-এর শুটিংয়ের জন্য বর্তমানে গাজীপুর আছি। এখানে আমার সহশিল্পী আরিফিন শুভ। সব মিলিয়ে এখন পর্যন্ত মিশন এক্সট্রিমের যাত্রা সুখকর। এ ছবিটির জন্য আপাতত অন্য কোনো কাজ করছি না। অনেকেই বিভিন্ন কাজের প্রস্তাব নিয়ে আসছে; কিন্তু করতে পারছি না। মনোযোগ কেবল 'মিশন এক্সট্রিম' নিয়েই। পরিবর্তন... হঠাৎ করেই সবকিছু পাল্টে গেছে। কয়েক বছর আগেও আমি ছিলাম অতিসাধারণ একটি মেয়ে। যার ব্যস্ততা বলতে ছিল শুধু পড়ালেখা। এখন রুটিনের আমূল পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তন হওয়া বিষয়গুলো আমি উপভোগ করছি। ভালোই লাগছে। কাজের মূল্যায়ন... অল্প কয়েকটি কাজ করেছি। সম্প্রতি 'দোতরা' নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এতে আমার সঙ্গে ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। কিছুদিন আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। বিজ্ঞাপনচিত্রটি করার পর সর্বমহলে প্রশংসিত হয়েছি। সে তুলনায় মিউজিক ভিডিওতে আমার কাজ নিজেরই ভালো লাগেনি। মিউজিক ভিডিওতে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারিনি। তবে চলচ্চিত্রে ভালোকিছুই দর্শকদের উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস। অন্তরালে... নোটিশ না দিয়ে হারিয়ে যাবে না। মিডিয়ায় এসেছি কাজ করতে। কেবল তো শুরু করলাম। যতদিন পর্যন্ত দর্শক আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে, ততদিন কাজ করার ইচ্ছা আছে। প্রতিনিয়ত শেখা... আমি যে ধরনের প্রতিযোগিতা থেকে উঠে এসেছি তাতে আমার কাজ পেতে কষ্ট হয়নি। কাজ শুরু করার আগেই মিডিয়া অঙ্গনে আমার প্রতি আলাদা প্রত্যাশা তৈরি হয়েছিল সবার। তবে নতুন হিসেবে কিছু প্রতিবন্ধকতা থাকবেই। সেসব উতরে ওঠার চেষ্টা করছি। আগে ক্যামেরা, শট এসব বুঝতাম না। এখন সেসব শিখছি।