ভিন্ন চরিত্রে পরিনীতি

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
পরিনীতি চোপড়া
হলিউড থ্রিলার 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর অফিসিয়াল হিন্দি রিমেকে নায়িকা হচ্ছেন পরিনীতি চোপড়া। সেখানে ডিভোর্সি এক মদ্যপ নারী চরিত্রে দেখা যাবে তাকে, যিনি এক নিখোঁজ ব্যক্তির তদন্তের ঘটনায় জড়িয়ে পড়েন। ২০১৬ সালে প্রশংসিত সিনেমাটিতে অভিনয় করেন এমিলি বস্নান্ট। বোঝাই যাচ্ছে, আগের যেকোনো ছবির চেয়ে ব্যতিক্রমী ভূমিকায় হাজির হচ্ছেন 'গোলমাল অ্যাগেইন' নায়িকা। পরিনীতিও বলছেন সেই কথা, 'এমন কিছু করতে চাই, যে ভূমিকায় দর্শক আমাকে আগে কখনো দেখেনি। যার জন্য অনেক প্রস্তুতি দরকার। এই কারণে 'দ্য গার্ল অন দ্য ট্রেন' আমার সঙ্গে যাচ্ছে। চরিত্রটি মদ্যপায়ী ও নিগ্রহের শিকার। এ ধরনের কিছু এর আগে পর্দায় আমি করিনি।' ইনস্টাগ্রামের এক পোস্টে এ নায়িকা জানান, উচ্ছ্বাসের পাশাপাশি এমিলি বস্নান্টের করা চরিত্রে পা বাড়াতে তিনি ভয় পাচ্ছেন। ২০১৫ সালের প্রকাশিত পলা হকিংসের একই নামের উপন্যাসটি বেস্টসেলারের মর্যাদা পায়। নাম ঠিক না হওয়া হিন্দি সংস্করণটি পরিচালনা করবেন 'তিন'-খ্যাত রিভু দাশগুপ্ত। নির্মাতাও জানান, চরিত্রটির সঙ্গে একদম মানানসই পরিনীতি। যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং শুরু হবে জুলাই নাগাদ। মুক্তি পাবে ২০২০ সালে। এদিকে পরিনীতির হাতে থাকা অন্য ছবিগুলো হলো সন্দীপ আউর পিঙ্কি ফারার, জাবারিয়া জোড়ি, সাইনা ও ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া। এ নায়িকাকে সর্বশেষ দেখা গেছে অক্ষয় কুমারের বিপরীতে 'কেশরি'তে।