ওটিটিতে নতুন পাঁচ কন্টেন্ট

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

মাতিয়ার রাফায়েল
বাজি, পয়জন ও গোলাম মামুন তিন ওটিটি কনন্টেন্টের পিকচার
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন ওটিটি পস্ন্যাটফর্মের কন্টেন্টগুলোও বিশেষ নজর কেড়ে নিচ্ছে। ওটিটি পস্ন্যাটফর্মগুলোর প্রতি দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। এসব পস্ন্যাটফর্মে অ্যাকশন, থ্রিলার, হত্যা রহস্য কিংবা ভিন্নধর্মী গল্প দেখার জন্য বেশি আগ্রহী দর্শকরা। এবারের ঈদুল আজহা উপলক্ষেও নতুন সব ওয়েবফিল্ম ও সিরিজ এসেছে ওটিটি পস্ন্যাটফর্ম চরকি, বঙ্গ, দীপ্ত পেস্ন ও হইচই-য়ে। এবারের ঈদ উপলক্ষে ওটিটি পস্ন্যাটফর্মে বেশ কিছু সিরিজ ও ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। ঈদের দিনেও মুক্তি পেয়েছে কিছু ওয়েব সিরিজ। চলচ্চিত্রের মতো ওটিটিও প্রতিটি ঈদের মৌসুমে বাজার তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে গত দুই-তিন বছর ধরে এই মাধ্যমে কাজ করে একেকজন স্বল্প সময়ের মধ্যেই তারকা বনে গেছেন বলা যায়। তাদের মধ্যে আছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব প্রমুখ অভিনেতারা এখন সবাই বড়পর্দার মতোই একেকজন তারকা অভিনেতা। এদিকে সিনিয়র অনেক জনপ্রিয় শিল্পী এখন নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। এ কারণে নতুনদের ওপরও বেশ চাপ পড়ছে এবার ঈদের নাটকে। বিশেষ করে আফরান নিশো, মেহজাবিন চৌধুরীর মতো তারকারা ঈদের নাটকে অনুপস্থিত। এদিকে তাসনিয়া ফারিন, তানজিন তিশা, অপূর্বরও ঈদের নাটকের সংখ্যা বেশি নয়। তবে ঈদে ছোটপর্দার জনপ্রিয় তারকাদের অনেকেই নাটকের পাশাপাশি ওটিটিতেও থাকছেন। অভিনেতা হিসেবে সঙ্গীতশিল্পী তাহসানকে বহুবার টেলিভিশনে দেখা গেছে। এবার তার অভিষেক ঘটছে ওটিটি পস্ন্যাটফর্মে। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ 'বাজি'-তে অভিনয় করেছেন তিনি। এই সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাচ্ছে। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে। বাজি সিরিজে তাহসান একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে 'বাজি'র গল্প। তাহসান বলেন, 'ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ। আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা। সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড।' টানা তিনটি সিনেমা ফ্লপের পর সুপারহিট সিনেমার দেখা পেয়েছেন চিত্রনায়িকা রুপা মির্জা। অনবদ্য অভিনয়ের সুবাদে পুরস্কারও বাগিয়েছেন তিনি। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। এমনই এক নায়িকা জীবনকে ওয়েব চলচ্চিত্র 'পয়জন'-এ তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এর মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। মামুনুর রশিদ তানিমের রচনায় এই ওয়েব সিনেমায় তানজিন তিশা, তানভীর ছাড়াও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আবদুলস্নাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ। ২০১৮ সালে চ্যানেল আইয়ে মেগা টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল 'সাত ভাই চম্পা'। নতুন সংযোজনের মাধ্যমে সেটি এবার ফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। সেন্সর বোর্ড থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ছাড়পত্রও নেওয়া হয়েছে; যা আসছে আইস্ক্রিনে। পরিচালনা করেছেন রিপন নাগ। চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। কাজল আরেফিন অমির 'ফিমেল'-এর সব কটি কিস্তিই ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে ঈদের আজহায় এবার চতুর্থ কিস্তি 'ফিমেল-৪' নিয়ে এসেছেন এই পরিচালক। সিরিজটি এবার বঙ্গে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। 'ফিমেল-৪'-এ দেখা যাবে ইরেশ যাকেরকে। আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান প্রমুখ। নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, 'যারা আনন্দ করতে পছন্দ করেন, তাদের জন্য আনন্দময় একটি কন্টেন্ট তৈরি করেছি এবারের ঈদে। হাসি, আনন্দ, ফান রয়েছে পুরো 'ফিমেল-৪' জুড়ে। ভাবলাম এর আগে সিরিয়াস গল্প নিয়ে 'অসময়' ওয়েব ফিল্মে করেছিলাম এবার একটু অন্যকিছু নির্মাণ করি, সেই ভাবনা থেকেই এটা করেছি।' অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ 'গোলাম মামুন'। আট পর্বের সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে সিরিজটি। গত ১৩ জুন হইচইতে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ 'গোলাম মামুন'। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। আরও আছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকারসহ অনেকেই। রহস্যে ঘেরা 'গোলাম মামুন' সিরিজে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী! নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন। সত্যি কী পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী? এমন প্রশ্নের উত্তর মিলবে সিরিজটিতে। অপূর্ব বলেন, 'সবসময় যে ধরনের চরিত্রে অভিনয় করি, সেগুলো থেকে গোলাম মামুন বেশ আলাদা। 'গোলাম মামুন' ওয়েব সিরিজে যে গল্প বলা হয়েছে, দর্শক তা দেখে পছন্দ করবে বলে আমার বিশ্বাস। এমন চরিত্রে আগে আমাকে দেখেনি কেউ।'